নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’
এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’

জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’
এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’

সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে
কোনো একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করেন তিনি।
৫ ঘণ্টা আগে
বিকেল ৫টায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
১২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন সংস্কারের রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে বলে অভিযোগ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রাজনৈতিক দলটির নেতারা।
১ দিন আগে