নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’
এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’

জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কোনো একটি দল এই কাজটি করতে পারবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), পিপলস পার্টি ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা পূরণে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনগণের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করে আমাদের চলতে হবে।’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আনসারের একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পেছনে কারা ছিল, এ নিয়ে পত্রিকায় অনেক লেখা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে স্থিতিশীল রাখতে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমাদের ৩১ দফা আছে। জনগণের সামনে রাষ্ট্র মেরামতের বিষয়গুলো আমরা তুলে ধরব। সে জন্য আমরা জনগণের কাছে যাব, আমাদের কথা বলব। তাদের জন্য কোনো প্রস্তাব থাকে, সেটা আমরা যুক্ত করব।’
এ ক্ষেত্রে দেশের তরুণ সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ৬৫ শতাংশ তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ধারণ করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
৫ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা...
৫ ঘণ্টা আগে
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র তাঁরা মানেন না।
৬ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় তিন পরিচালক নিয়োগ দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে