Ajker Patrika

আওয়ামী লীগ মানুষের জন্য না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ মানুষের জন্য না: গয়েশ্বর

মানুষ মানুষের জন্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘বন্যাদুর্গত মানুষের আর্তনাদ, সরকারের লোক দেখানো ত্রাণ তৎপরতা’ শীর্ষক এই সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র বলেন, ‘মানুষ মানুষের জন্য। কিন্তু আওয়ামী লীগ মানুষের জন্য না। আওয়ামী লীগ হলো লুটপাটকারীদের জন্য, আওয়ামী লীগ হলো মুদ্রা পাচারকারীদের জন্য, আওয়ামী লীগ হলো নারী ধর্ষণ ও পাচারকারীদের জন্য।’

বিএনপি মানুষের জন্য মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি হলো মানুষের দল, বিএনপি মানুষের পাশে আছে এবং থাকবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, শেখ হাসিনার ভেল্কিবাজির দিন শেষ। তার আর ভেল্কিবাজির সুযোগ নাই। এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই সরকার থাকবে না, থাকতে পারে না। এই জায়গায় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, ‘যদি এই সেতু নির্মাণের সঙ্গে দুর্নীতি না থাকত, তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারতাম। যে প্রকল্পে দুর্নীতি হয়েছে, সেই প্রকল্পের জন্য আমরা ধন্যবাদ দিতে পারি না। দুর্নীতি হয় নাই প্রমাণ করতে পারলে সেদিন আমরা ধন্যবাদ জানাবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত