নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান এক দফার আন্দোলনে কালিমা লেপন করতেই সরকার বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের কাহিনি’ সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, ‘বিএনপি সুষ্ঠু ভোটাধিকার আদায়ের আন্দোলনে থাকলেই আওয়ামী সরকারের গুম ও ক্রসফায়ারের উৎসবের ঋতু শুরু হয়। তারা শুরু করে বাসে আগুন নিয়ে খেলা। বাসে আগুন দিয়ে দায় চাপায় গণতন্ত্রের বিপ্লবী কর্মীদের নামে। যার অসংখ্য ভূরি ভূরি প্রমাণ এখন মানুষের হাতে হাতে।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। ওই সময় অনেকে দেখেছে যারা বাসে আগুন দিয়েছে, তারা দৌড়ে আওয়ামী লীগের অফিসের ভেতর ঢুকেছে। শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের গায়ে কালিমা লেপন করার জন্য আবারও বিএনপির বিরুদ্ধ অগ্নিসন্ত্রাসের কাহিনি সাজানো হচ্ছে এবং সেগুলো প্রচার করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘গণমাধ্যম তাদের (সরকার) হাতে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে, আদালত তাদের কবজায়। সেই কারণে বিএনপির কোনো নেতার নামে পরিকল্পিত নাশকতার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা তাদের জন্য অত্যন্ত সহজ।’
এ সময় বুধবার থেকে শুরু হতে যাওয়া ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারের যেকোনো উসকানিতেও পা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে—এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, কেরানীগঞ্জ কারাগারে যাঁদের আটক রাখা হয়েছে, তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাঁদের আইনজীবী ও আত্মীয়স্বজনেরা জানতে পারছে না। কারাগারের ভেতর বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশি বন্দীকে রাখা যায় না, সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দীকে রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯টি মামলায় আসামি করা হয়েছে ৯৯৫-এর অধিক নেতা-কর্মীকে।

চলমান এক দফার আন্দোলনে কালিমা লেপন করতেই সরকার বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের কাহিনি’ সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, ‘বিএনপি সুষ্ঠু ভোটাধিকার আদায়ের আন্দোলনে থাকলেই আওয়ামী সরকারের গুম ও ক্রসফায়ারের উৎসবের ঋতু শুরু হয়। তারা শুরু করে বাসে আগুন নিয়ে খেলা। বাসে আগুন দিয়ে দায় চাপায় গণতন্ত্রের বিপ্লবী কর্মীদের নামে। যার অসংখ্য ভূরি ভূরি প্রমাণ এখন মানুষের হাতে হাতে।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। ওই সময় অনেকে দেখেছে যারা বাসে আগুন দিয়েছে, তারা দৌড়ে আওয়ামী লীগের অফিসের ভেতর ঢুকেছে। শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের গায়ে কালিমা লেপন করার জন্য আবারও বিএনপির বিরুদ্ধ অগ্নিসন্ত্রাসের কাহিনি সাজানো হচ্ছে এবং সেগুলো প্রচার করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘গণমাধ্যম তাদের (সরকার) হাতে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে, আদালত তাদের কবজায়। সেই কারণে বিএনপির কোনো নেতার নামে পরিকল্পিত নাশকতার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা তাদের জন্য অত্যন্ত সহজ।’
এ সময় বুধবার থেকে শুরু হতে যাওয়া ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারের যেকোনো উসকানিতেও পা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে—এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, কেরানীগঞ্জ কারাগারে যাঁদের আটক রাখা হয়েছে, তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাঁদের আইনজীবী ও আত্মীয়স্বজনেরা জানতে পারছে না। কারাগারের ভেতর বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশি বন্দীকে রাখা যায় না, সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দীকে রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯টি মামলায় আসামি করা হয়েছে ৯৯৫-এর অধিক নেতা-কর্মীকে।

আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে মূলত পুরো দেশকে অপমান করা হয়েছে।’ ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে