নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। এই হামলা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় জানিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তিপ্রিয় বিশ্ববাসীর সঙ্গে রাশিয়ার জনগণকেও আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবরোধের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুনিয়াকে এক শ’ বছর পেছনে ঠেলে দিয়ে, ক্ষুদ্র ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রসমূহের নিরাপত্তাকে বিপন্ন করে অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন। যা কোন সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, ‘সামরিক আগ্রাসন চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করে নিচ্ছে। সেখানে মানবজীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহানি ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। বিশ্ববাসীর চোখের সামনে রুশ প্রেসিডেন্ট নির্লজ্জভাবে একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত্র ও পদানত করছেন। এই যুগে এমন বর্বরতা ঘটতে পারে বলে কেউ ইতিপূর্বে ভাবতেও পারেনি।’ এই অবস্থায় রাশিয়ার জনগণকে শান্তিপ্রিয় বিশ্ববাসীর সঙ্গে থেকে আগ্রাসী ও কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোরও আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মানবতা বিরোধী এই অপরাধের তীব্র নিন্দা এবং রাশিয়ার কাছে এই দখলদারির অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ইউক্রেনে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মুক্ত বিশ্ব কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবরোধের সঙ্গে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।’

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। এই হামলা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় জানিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তিপ্রিয় বিশ্ববাসীর সঙ্গে রাশিয়ার জনগণকেও আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবরোধের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুনিয়াকে এক শ’ বছর পেছনে ঠেলে দিয়ে, ক্ষুদ্র ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রসমূহের নিরাপত্তাকে বিপন্ন করে অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন। যা কোন সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, ‘সামরিক আগ্রাসন চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করে নিচ্ছে। সেখানে মানবজীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহানি ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। বিশ্ববাসীর চোখের সামনে রুশ প্রেসিডেন্ট নির্লজ্জভাবে একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত্র ও পদানত করছেন। এই যুগে এমন বর্বরতা ঘটতে পারে বলে কেউ ইতিপূর্বে ভাবতেও পারেনি।’ এই অবস্থায় রাশিয়ার জনগণকে শান্তিপ্রিয় বিশ্ববাসীর সঙ্গে থেকে আগ্রাসী ও কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোরও আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মানবতা বিরোধী এই অপরাধের তীব্র নিন্দা এবং রাশিয়ার কাছে এই দখলদারির অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ইউক্রেনে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মুক্ত বিশ্ব কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবরোধের সঙ্গে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।’

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
৪ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৫ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৬ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১৬ ঘণ্টা আগে