নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকা ধানমন্ডি, টিএসসি, কারওয়ান বাজার, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এর আগে, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি কাকরাইল, শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে গেলে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন মিছিলকারীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’
তাঁরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-গুম, চাঁদাবাজি ও গায়েবি মামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকা ধানমন্ডি, টিএসসি, কারওয়ান বাজার, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এর আগে, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি কাকরাইল, শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে গেলে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন মিছিলকারীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’
তাঁরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-গুম, চাঁদাবাজি ও গায়েবি মামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ ও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলীয় মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান। আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে নিজের ভ্যারিফায়েড ফেসবুক...
৪৩ মিনিট আগে
নাহিদ বলেন, ‘এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এটা আমাদের প্রত্যাশা। জোট গঠনের প্রক্রিয়ার সময় বেশি দিন না হওয়ায় কিছু মতভিন্নতা রয়েছে। এটা কেটে যাবে।’
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে আজ রুদ্ধদ্বার বৈঠক করেন দলগুলোর শীর্ষ নেতারা।মামুনুল হক বলেন, ‘১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
২ ঘণ্টা আগে
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রবাসীদের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে— কীভাবে ব্যালট পাঠানো হয়েছে, ভোট কীভাবে প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং কোথাও একসঙ্গে ২০০–৩০০ ব্যালট থাকলে কী ব্যাখ্যা দেওয়া হবে।’
২ ঘণ্টা আগে