নিজস্ব প্রতিবেদক

ঢাকা: খালেদা জিয়াকে সম্প্রতি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর গত ২৭ মে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। পরের দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবরটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকেরা জ্বর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি। আজ রোববার মির্জা ফখরুল জানান, বর্তমানে খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর জ্বর ফিরে আসার সম্ভাবনা কম।
আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চিকিৎসকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সুচিকিৎসার কারণে বেগম জিয়ার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। চিকিৎসকেরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়তোবা আর আসবে না।
সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের দুঃখ হয়। যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন। তাঁকে চিকিৎসার জন্য আজকে কোনো সুযোগ দেওয়া হলো না। বারবার করে বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ৩ মে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে আইনি বাধায় সেটি আটকে গেছে।

ঢাকা: খালেদা জিয়াকে সম্প্রতি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর গত ২৭ মে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। পরের দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবরটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকেরা জ্বর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি। আজ রোববার মির্জা ফখরুল জানান, বর্তমানে খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর জ্বর ফিরে আসার সম্ভাবনা কম।
আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চিকিৎসকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সুচিকিৎসার কারণে বেগম জিয়ার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। চিকিৎসকেরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়তোবা আর আসবে না।
সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের দুঃখ হয়। যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন। তাঁকে চিকিৎসার জন্য আজকে কোনো সুযোগ দেওয়া হলো না। বারবার করে বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ৩ মে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে আইনি বাধায় সেটি আটকে গেছে।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসেছেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণের (রহ.) পূণ্যভূমি সিলেটে। বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতারও শুরু এই সফরের মধ্য দিয়েই।
৪১ মিনিট আগে
জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৬ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৭ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৯ ঘণ্টা আগে