নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যারা নির্বাচন হতে দেবে না, আওয়ামী লীগ তাদের তালিকা মার্কিন সরকারের কাছে দেবে। নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসা নীতি কার্যকর হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ কথা বলেছেন। এরই মধ্যে কয়েকটি দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক আসছেন। তাঁদের সরকার সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন সালমান এফ রহমান।
তিনি বলেন, ‘মার্কিন সরকার ভিসা নীতিতে বলেছে, যাঁরা নির্বাচনে বাধা দেবেন তাঁদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেবে। কিন্তু আমার কথা হলো, আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি তো নির্বাচন হতে দিতে চাচ্ছে না। তাই সবার আগে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে।’
সম্প্রতি বিদেশিদের বাংলাদেশ সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘বিএনপির কথার সঙ্গে বিদেশিদের কথার কোনো মিল নেই। বিএনপি দাবি করছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। কিন্তু বিদেশিরা বলছে, তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি আছেন। আপনারা জানেন, এরই মধ্যে নির্বাচন অবজার্ভ (পর্যবেক্ষণ) করতে বিদেশ থেকে লোক আসছেন। আমরাও তাঁদের সহযোগিতা করছি।’
বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দাবি করে সালমান এফ রহমান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে।’
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে উপস্থাপক দাবি করেন, সালমান এফ রহমান হজ করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে যুক্তরাষ্ট্রগামী এমিরেটসের উড়োজাহাজের গেট থেকে তাঁকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন।
এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজবের আশ্রয় নিয়েছে। আমাকে আমেরিকা ভিসা দেয়নি বা দুবাই থেকে ফেরত দিয়েছে—এটা মিথ্যা কথা। আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান প্রমুখ।

যারা নির্বাচন হতে দেবে না, আওয়ামী লীগ তাদের তালিকা মার্কিন সরকারের কাছে দেবে। নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসা নীতি কার্যকর হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ কথা বলেছেন। এরই মধ্যে কয়েকটি দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক আসছেন। তাঁদের সরকার সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন সালমান এফ রহমান।
তিনি বলেন, ‘মার্কিন সরকার ভিসা নীতিতে বলেছে, যাঁরা নির্বাচনে বাধা দেবেন তাঁদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেবে। কিন্তু আমার কথা হলো, আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি তো নির্বাচন হতে দিতে চাচ্ছে না। তাই সবার আগে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে।’
সম্প্রতি বিদেশিদের বাংলাদেশ সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘বিএনপির কথার সঙ্গে বিদেশিদের কথার কোনো মিল নেই। বিএনপি দাবি করছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। কিন্তু বিদেশিরা বলছে, তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি আছেন। আপনারা জানেন, এরই মধ্যে নির্বাচন অবজার্ভ (পর্যবেক্ষণ) করতে বিদেশ থেকে লোক আসছেন। আমরাও তাঁদের সহযোগিতা করছি।’
বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দাবি করে সালমান এফ রহমান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে।’
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে উপস্থাপক দাবি করেন, সালমান এফ রহমান হজ করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে যুক্তরাষ্ট্রগামী এমিরেটসের উড়োজাহাজের গেট থেকে তাঁকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন।
এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজবের আশ্রয় নিয়েছে। আমাকে আমেরিকা ভিসা দেয়নি বা দুবাই থেকে ফেরত দিয়েছে—এটা মিথ্যা কথা। আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান প্রমুখ।

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
৩ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৪ ঘণ্টা আগে
মা খালেদা জিয়ার প্রতি দেশবাসীর গভীর মমত্ববোধ আপ্লুত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই অনুভূতির কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক...
৪ ঘণ্টা আগে
আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে।
৫ ঘণ্টা আগে