উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজি মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে।
রাজধানী তুরাগের রানাভোলা এলাকায় আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজি মোস্তফা জামান বলেন, ‘আপনারা চোখ-কান খোলা রাখুন। তাদের ধরুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তাদের আইনের হাতে তুলে দিন।’
এ সময় মোস্তফা জামান ‘গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান বলেন, ‘অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তাঁর একার পক্ষে তা সম্ভব নয়। তাই দলের প্রত্যেক নেতা-কর্মীর উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আসুন, সবাই মিলে তারেক রহমানের দেশ বিনির্মাণের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে তাঁকে সহযোগিতা করি।’
তারেক রহমান প্রসঙ্গে মোস্তফা জামান বলেন, ‘সকালে খবরের কাগজ খুললেই দেখা যায়, তারেক রহমান অজপাড়াগাঁয়ের মানুষের (যাদের কথা তার পাশের বাড়ি লোক জানেন না) চিকিৎসা, তাদের লেখাপড়া, তাদের ঘর করে দেওয়া, তাদের বিদেশ পাঠানোর দায়িত্ব নিচ্ছেন; যা সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। এ ছাড়া আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক একইভাবে অসহায় গুণী খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিচ্ছেন। এমন সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছিলাম। যেখানে থাকবে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা।’
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. চান মিয়া ব্যাপারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ তুরাগ থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজি মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে।
রাজধানী তুরাগের রানাভোলা এলাকায় আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজি মোস্তফা জামান বলেন, ‘আপনারা চোখ-কান খোলা রাখুন। তাদের ধরুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তাদের আইনের হাতে তুলে দিন।’
এ সময় মোস্তফা জামান ‘গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান বলেন, ‘অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তাঁর একার পক্ষে তা সম্ভব নয়। তাই দলের প্রত্যেক নেতা-কর্মীর উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আসুন, সবাই মিলে তারেক রহমানের দেশ বিনির্মাণের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে তাঁকে সহযোগিতা করি।’
তারেক রহমান প্রসঙ্গে মোস্তফা জামান বলেন, ‘সকালে খবরের কাগজ খুললেই দেখা যায়, তারেক রহমান অজপাড়াগাঁয়ের মানুষের (যাদের কথা তার পাশের বাড়ি লোক জানেন না) চিকিৎসা, তাদের লেখাপড়া, তাদের ঘর করে দেওয়া, তাদের বিদেশ পাঠানোর দায়িত্ব নিচ্ছেন; যা সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। এ ছাড়া আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক একইভাবে অসহায় গুণী খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিচ্ছেন। এমন সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছিলাম। যেখানে থাকবে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা।’
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. চান মিয়া ব্যাপারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ তুরাগ থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১ ঘণ্টা আগে
নামের আগে ‘মাননীয়’ বলতে বারণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুরোধ করেন। তারেক রহমান বলেন, ‘আমার নামের আগে “মাননীয়” বলবেন না।’
২ ঘণ্টা আগে
বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে অভিযোগ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। আজ শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়।
৪ ঘণ্টা আগে