নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন জননেতা, রাজনীতিক, মানুষ ও সহযোদ্ধা হিসেবে জননন্দিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেশ ও জাতীর স্বার্থে নিবেদিতপ্রাণ এই মানুষকে সবাই অন্তরের অন্তস্তল থেকে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।
আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘রাজনীতি ও দেশপ্রেমে বাবলু কতটা নিবেদিত, কর্মিবান্ধব ছিলেন, এটা এখানকার মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক দিনের নোটিশে দেশের নানা প্রান্ত থেকে আসা এত এত মানুষের ভালোবাসা এমনি এমনি অর্জন হয় নাই। এত এত মানুষ দেখে এই স্মরণ ও শোকসভার দিনেও আমি আনন্দিত।’
স্মরণসভায় জিয়াউদ্দিন বাবলুর স্মৃতিচারণ করেন সভার বিশেষ অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসাইন বাবলা, কাজী ফিরোজ রশীদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার।
আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, এ টি এম তাজউদ্দীন আহমেদ, লিয়াকত হোসেন খোকা ও মীর আব্দুস সবুর। স্মরণসভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাতের মাধ্যমে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

একজন জননেতা, রাজনীতিক, মানুষ ও সহযোদ্ধা হিসেবে জননন্দিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেশ ও জাতীর স্বার্থে নিবেদিতপ্রাণ এই মানুষকে সবাই অন্তরের অন্তস্তল থেকে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।
আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘রাজনীতি ও দেশপ্রেমে বাবলু কতটা নিবেদিত, কর্মিবান্ধব ছিলেন, এটা এখানকার মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক দিনের নোটিশে দেশের নানা প্রান্ত থেকে আসা এত এত মানুষের ভালোবাসা এমনি এমনি অর্জন হয় নাই। এত এত মানুষ দেখে এই স্মরণ ও শোকসভার দিনেও আমি আনন্দিত।’
স্মরণসভায় জিয়াউদ্দিন বাবলুর স্মৃতিচারণ করেন সভার বিশেষ অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসাইন বাবলা, কাজী ফিরোজ রশীদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার।
আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, এ টি এম তাজউদ্দীন আহমেদ, লিয়াকত হোসেন খোকা ও মীর আব্দুস সবুর। স্মরণসভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাতের মাধ্যমে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

যত দূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। দল-মত ও পথের ভেদাভেদ ভুলে সবাই এসে জড়ো হয়েছে এক জায়গায়। চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসার ঢেউ বয়ে গেছে অগুনতি মানুষের সেই জনসমুদ্রে।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে দলটি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের অনেক নেতা ভিন্ন পরিচয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে