নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি দিন দিন নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণা করে। তবে এই বিদ্রোহ জ্বলে ওঠার আগেই নিভে যায়। বাংলাদেশ সরকার যুদ্ধের এসব পরিস্থিতিতে নজর রাখছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে উপকৃতও হতে পারি।’
চীনা দূতাবাস খালেদা জিয়ার বাসায় উপহারের প্যাকেট পাঠিয়েছে—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার বাসায়ও বড় প্যাকেট এসেছে। প্রধানমন্ত্রীর বাসায়ও এসেছে। এটা বড় কোনো ইস্যু নয়।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ম মতোই হবে। নির্বাচনের নিয়ম সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে।
জাতীয় পার্টি (জাপা) সরকারের অতিরিক্ত বিরোধিতা করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (জাপা) নিজেরাই বলে সরকারের দালাল হয়ে গেছি। তারা অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়। এ জন্য সমালোচনা করেছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি না, তা ভেবে দেখা উচিত।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয়সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে।
সেতুমন্ত্রী আরও বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি দিন দিন নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণা করে। তবে এই বিদ্রোহ জ্বলে ওঠার আগেই নিভে যায়। বাংলাদেশ সরকার যুদ্ধের এসব পরিস্থিতিতে নজর রাখছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে উপকৃতও হতে পারি।’
চীনা দূতাবাস খালেদা জিয়ার বাসায় উপহারের প্যাকেট পাঠিয়েছে—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার বাসায়ও বড় প্যাকেট এসেছে। প্রধানমন্ত্রীর বাসায়ও এসেছে। এটা বড় কোনো ইস্যু নয়।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ম মতোই হবে। নির্বাচনের নিয়ম সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে।
জাতীয় পার্টি (জাপা) সরকারের অতিরিক্ত বিরোধিতা করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (জাপা) নিজেরাই বলে সরকারের দালাল হয়ে গেছি। তারা অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়। এ জন্য সমালোচনা করেছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি না, তা ভেবে দেখা উচিত।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয়সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে।
সেতুমন্ত্রী আরও বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
১ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
১ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৪ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৫ ঘণ্টা আগে