নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের কঠোর নির্দেশনার পরেও উপজেলা নির্বাচন থেকে এমপি-মন্ত্রীদের স্বজনদের সরানো যায়নি। যা নিয়ে দলের ভেতরে নানা প্রশ্ন উঠেছে। এ অবস্থায় এমপিদের দিকনির্দেশনা দিতে সংসদীয় দলের বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগদলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
সংসদীয় দলের বৈঠক নিয়ে জাতীয় সংসদের দুজন হুইপের সঙ্গে আজকের পত্রিকার কথা হয়। তাঁরা জানান, উপজেলা নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সম্পর্কে এমপিদের দিকনির্দেশনা দিতেই সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। কারণ, এবার দল থেকে এমপি-মন্ত্রীদের স্বজনদের নির্বাচন থেকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ এমপির স্বজনেরা সেই সিদ্ধান্ত অমান্য করেছে। আর অভিযোগ আছে এমপিদের প্রভাবের কারণেই স্বজনেরা ভোটে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হুইপ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় নির্বাচনের পরে আমাদের মাত্র একবারই সংসদীয় দলের বৈঠক (১০ জানুয়ারি) হয়েছে। সারা বাংলাদেশের নানাবিধ সমস্যা সেই সম্পর্কে নেত্রী দিকনির্দেশনা দেবেন। যেহেতু উপজেলা নির্বাচন আছে, এ বিষয়টি অবশ্যই আলোচনায় থাকবে।’
তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের স্বজনদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত অগণতান্ত্রিক হলেও ত্যাগী নেতা-কর্মীদের অধিকতর সুযোগ দেওয়ার জন্য দলীয় এ নির্দেশনা। আর দলের সিদ্ধান্ত এমপি-মন্ত্রীরা মানবে কি মানবে না সেটা ৩০ এপ্রিলের (আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক) পরে দেখা যাবে। দেখবেন সবাই (এমপি-মন্ত্রীদের স্বজন) নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে গত ১০ জানুয়ারি বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করেন। ওই দিন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা, সংসদের উপনেতা, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ নির্বাচন করা হয়।

আওয়ামী লীগের কঠোর নির্দেশনার পরেও উপজেলা নির্বাচন থেকে এমপি-মন্ত্রীদের স্বজনদের সরানো যায়নি। যা নিয়ে দলের ভেতরে নানা প্রশ্ন উঠেছে। এ অবস্থায় এমপিদের দিকনির্দেশনা দিতে সংসদীয় দলের বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগদলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
সংসদীয় দলের বৈঠক নিয়ে জাতীয় সংসদের দুজন হুইপের সঙ্গে আজকের পত্রিকার কথা হয়। তাঁরা জানান, উপজেলা নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সম্পর্কে এমপিদের দিকনির্দেশনা দিতেই সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। কারণ, এবার দল থেকে এমপি-মন্ত্রীদের স্বজনদের নির্বাচন থেকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ এমপির স্বজনেরা সেই সিদ্ধান্ত অমান্য করেছে। আর অভিযোগ আছে এমপিদের প্রভাবের কারণেই স্বজনেরা ভোটে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হুইপ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় নির্বাচনের পরে আমাদের মাত্র একবারই সংসদীয় দলের বৈঠক (১০ জানুয়ারি) হয়েছে। সারা বাংলাদেশের নানাবিধ সমস্যা সেই সম্পর্কে নেত্রী দিকনির্দেশনা দেবেন। যেহেতু উপজেলা নির্বাচন আছে, এ বিষয়টি অবশ্যই আলোচনায় থাকবে।’
তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের স্বজনদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত অগণতান্ত্রিক হলেও ত্যাগী নেতা-কর্মীদের অধিকতর সুযোগ দেওয়ার জন্য দলীয় এ নির্দেশনা। আর দলের সিদ্ধান্ত এমপি-মন্ত্রীরা মানবে কি মানবে না সেটা ৩০ এপ্রিলের (আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক) পরে দেখা যাবে। দেখবেন সবাই (এমপি-মন্ত্রীদের স্বজন) নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে গত ১০ জানুয়ারি বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করেন। ওই দিন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা, সংসদের উপনেতা, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ নির্বাচন করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
৭ ঘণ্টা আগে