নারায়ণগঞ্জ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ।
রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না।
এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই।
রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’
অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ।
রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না।
এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই।
রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’
অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থনের দিক থেকে বিএনপি ও জামায়াত কাছাকাছি রয়েছে। দল দুটির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৪ দশমিক ৭ শতাংশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৩ দশমিক ৬ শতাংশ জনসমর্থন রয়েছে। সংসদ নির্বাচনে জনসমর্থনে জামায়াত থেকে মাত্র ১ শতাংশ এগিয়ে বিএনপি
১৮ মিনিট আগে
শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার বেলা ৩টায় মাওলানা মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে