নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান ইসহাক দার। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়ে বলেছেন, সাক্ষাৎকালে ইসহাক দারের সঙ্গে আলাপ করেন খালেদা জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ শেষে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ইসহাক দার এসেছিলেন। তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সঙ্গে আলাপকালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন ইসহাক দার। দুই দেশের মানুষের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। তবে সার্কের বিষয়ে কথা হয়েছে দুই নেতার। তাঁরা এ নিয়ে স্মৃতিচারণাও করেছেন। পটপরিবর্তনের পর বাংলাদেশ যে সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে আজ দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার।
এ সময় ইসহাক দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামি, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।
সাক্ষাৎকালে ইসহাক দার জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন। শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। জামায়াতের আমির পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান ইসহাক দার। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়ে বলেছেন, সাক্ষাৎকালে ইসহাক দারের সঙ্গে আলাপ করেন খালেদা জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ শেষে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ইসহাক দার এসেছিলেন। তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সঙ্গে আলাপকালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন ইসহাক দার। দুই দেশের মানুষের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। তবে সার্কের বিষয়ে কথা হয়েছে দুই নেতার। তাঁরা এ নিয়ে স্মৃতিচারণাও করেছেন। পটপরিবর্তনের পর বাংলাদেশ যে সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে আজ দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার।
এ সময় ইসহাক দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামি, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।
সাক্ষাৎকালে ইসহাক দার জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন। শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। জামায়াতের আমির পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৩ ঘণ্টা আগে