আজকের পত্রিকা ডেস্ক

আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) বিদেশ যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।
আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তাঁর বাসভবন ফিরোজায় যান দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
রাত ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফিরোজায় প্রবেশ করেন তাঁরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার আগে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোন আলাপ হয়নি। আমরা তাঁর জন্য শুভকামনা জানিয়েছি।’
সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন বিশেষ কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্দেশনা দিয়েছেন যে, একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের জন্য কাজ করো।’
রাতে ফিরোজায় যান, বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দলীয় সূত্র বলছে, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন। এ উপলক্ষেই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ। সাক্ষাতে খালেদা জিয়া বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছে সূত্রটি।

আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) বিদেশ যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।
আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তাঁর বাসভবন ফিরোজায় যান দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
রাত ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফিরোজায় প্রবেশ করেন তাঁরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার আগে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোন আলাপ হয়নি। আমরা তাঁর জন্য শুভকামনা জানিয়েছি।’
সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন বিশেষ কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্দেশনা দিয়েছেন যে, একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের জন্য কাজ করো।’
রাতে ফিরোজায় যান, বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দলীয় সূত্র বলছে, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন। এ উপলক্ষেই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ। সাক্ষাতে খালেদা জিয়া বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছে সূত্রটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে