নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন উল্লেখ করে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবারও বলছি। দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন। দেশ ও জাতি আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’
আজ সোমবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুণ্ঠিত’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণফোরাম আয়োজিত আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হন ড. কামাল।
ড. কামাল বলেন, ‘সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের মালিক জনগণ। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালোটাকার খেলা বন্ধ করতে হবে। আজকে ১০ জানুয়ারি আমার জীবনের স্মরণীয় দিন এই দিনে বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশে ফিরেছি। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়েছিলেন। তা আজ অনেক দূরে।’
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দলের নেতা বা ব্যক্তির পিতা নন। তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু জনমতকে পুঁজি করে আওয়ামী লীগ চালিয়েছিলেন। আর আওয়ামী লীগ তাঁকে পুঁজি করেই চলছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। জাতীয় নেতা বঙ্গবন্ধুকে দলীয় স্বার্থে দলের নেতা বানানো হচ্ছে। তাঁকে জাতির নেতা হিসেবেই রাখতে হবে।’
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাইয়িদ বলেন, ‘বঙ্গবন্ধুকে অসম্মান করে দলীয়করণ করা হচ্ছে। তাঁকে এখন এমনভাবে ছোট করা হচ্ছে মনে হয় তিনি যেন একটা পরিবারের লোক।’
গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর যে গুরুত্ব তা আওয়ামী লীগই শেষ করে দিয়েছে। বঙ্গবন্ধু বাঙালিকে এমনভাবে ভালোবেসেছেন যার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আজ দেশের মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য হয়ে গেছে। বঙ্গবন্ধু মানুষের ভোটাধিকারের জন্য লড়েছেন, আর তাঁর মেয়ে শেখ হাসিনা ভোটাধিকার লুট করেছে। স্বাধীনতার ৫০ বছরে এসে দেশের সব সরকারি অফিসগুলো দুর্নীতিতে নিমজ্জিত।’

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন উল্লেখ করে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবারও বলছি। দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন। দেশ ও জাতি আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’
আজ সোমবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুণ্ঠিত’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণফোরাম আয়োজিত আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হন ড. কামাল।
ড. কামাল বলেন, ‘সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের মালিক জনগণ। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালোটাকার খেলা বন্ধ করতে হবে। আজকে ১০ জানুয়ারি আমার জীবনের স্মরণীয় দিন এই দিনে বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশে ফিরেছি। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়েছিলেন। তা আজ অনেক দূরে।’
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দলের নেতা বা ব্যক্তির পিতা নন। তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু জনমতকে পুঁজি করে আওয়ামী লীগ চালিয়েছিলেন। আর আওয়ামী লীগ তাঁকে পুঁজি করেই চলছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। জাতীয় নেতা বঙ্গবন্ধুকে দলীয় স্বার্থে দলের নেতা বানানো হচ্ছে। তাঁকে জাতির নেতা হিসেবেই রাখতে হবে।’
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাইয়িদ বলেন, ‘বঙ্গবন্ধুকে অসম্মান করে দলীয়করণ করা হচ্ছে। তাঁকে এখন এমনভাবে ছোট করা হচ্ছে মনে হয় তিনি যেন একটা পরিবারের লোক।’
গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর যে গুরুত্ব তা আওয়ামী লীগই শেষ করে দিয়েছে। বঙ্গবন্ধু বাঙালিকে এমনভাবে ভালোবেসেছেন যার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আজ দেশের মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য হয়ে গেছে। বঙ্গবন্ধু মানুষের ভোটাধিকারের জন্য লড়েছেন, আর তাঁর মেয়ে শেখ হাসিনা ভোটাধিকার লুট করেছে। স্বাধীনতার ৫০ বছরে এসে দেশের সব সরকারি অফিসগুলো দুর্নীতিতে নিমজ্জিত।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাম দলগুলোর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর নেতারা। গতকাল সোমবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেতাদের মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ নির্বাচন
১১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জমিনের মাটিতে তাঁর ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, গত ৫ আগস্টের পর কীভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা-বাণিজ্য, টাকা না দিলে মামলায় ঢুকাইয়া দেওয়ার বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলেছি
১৪ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। ফলে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এগোতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৭ নম্বর বুথে তিনি এই আপিল করেন।
১৯ ঘণ্টা আগে