আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশকে কুক্ষিগত করতে ভারত চাণক্য নীতি অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই-বিপ্লব পরবর্তী পররাষ্ট্রনীতি’ বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে দিনব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘দেশে গত ১৫ বছর কোনো পররাষ্ট্রনীতি ছিল না। বাংলাদেশকে কুক্ষিগত করতে ভারত চাণক্য নীতি অনুসরণ করেছে। তাঁরা যা চেয়েছে, তা-ই হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ঘটেনি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল এই অভ্যুত্থান।’
বিশ্বের পরিস্থিতি ঘোলাটে—স্মরণ করিয়ে দিয়ে তিনি এখন রাষ্ট্র হিসেবে ও জাতি হিসেবে বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও জাতীয় সংহতি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। ভারতসহ সম্ভাব্য সব ক্ষেত্রে সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস এম আলী আশরাফ বলেন, পররাষ্ট্রনীতিতে জনসম্পৃক্ততা তুলে ধরা দরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নীতি-কৌশলের সঙ্গে মিলিয়ে দক্ষ কর্মী বিদেশে পাঠানো ও কৃষি-শিল্পপণ্যের রপ্তানি বাড়ানোসহ মানুষের কল্যাণে বাস্তবমুখী ও টেকসই পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে।’
বাংলাদেশের আদৌ কোনো পররাষ্ট্রনীতি আছে কি না—এমন প্রশ্ন তুলে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর-রহমান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডহক ভিত্তিতে যখন নিজের জন্য যা দরকার তা করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে তাঁর পতনের পর এখন নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বকে এখন জানাতে হবে বাংলাদেশের একটি পররাষ্ট্রনীতি আছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী ধর্মীয় উগ্রবাদ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, এমনটি স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের ভেতরে ডানপন্থী কর্তৃত্ববাদ মাথাচাড়া দিয়ে ওঠে কি না, সে বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দেন।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশে বৈদেশিক সম্পর্ক নিয়ে কাজ করার মতো ভালো কোনো গবেষণা প্রতিষ্ঠান নেই। রাজনৈতিক কর্মীদের সারা দিন ভারতবিরোধী স্লোগান দিলে কাজ হবে না। ইস্যুভিত্তিক বিভিন্ন কর্মসূচি নিতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান ও অধ্যাপক শাহাব এনাম খান, দৃকপ্রধান শহীদুল আলম, বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মানারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবদুর রব, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও সংগঠনের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেলের আলাউদ্দিন মোহাম্মদ বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন।

বাংলাদেশকে কুক্ষিগত করতে ভারত চাণক্য নীতি অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই-বিপ্লব পরবর্তী পররাষ্ট্রনীতি’ বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে দিনব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘দেশে গত ১৫ বছর কোনো পররাষ্ট্রনীতি ছিল না। বাংলাদেশকে কুক্ষিগত করতে ভারত চাণক্য নীতি অনুসরণ করেছে। তাঁরা যা চেয়েছে, তা-ই হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ঘটেনি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল এই অভ্যুত্থান।’
বিশ্বের পরিস্থিতি ঘোলাটে—স্মরণ করিয়ে দিয়ে তিনি এখন রাষ্ট্র হিসেবে ও জাতি হিসেবে বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও জাতীয় সংহতি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। ভারতসহ সম্ভাব্য সব ক্ষেত্রে সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস এম আলী আশরাফ বলেন, পররাষ্ট্রনীতিতে জনসম্পৃক্ততা তুলে ধরা দরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নীতি-কৌশলের সঙ্গে মিলিয়ে দক্ষ কর্মী বিদেশে পাঠানো ও কৃষি-শিল্পপণ্যের রপ্তানি বাড়ানোসহ মানুষের কল্যাণে বাস্তবমুখী ও টেকসই পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে।’
বাংলাদেশের আদৌ কোনো পররাষ্ট্রনীতি আছে কি না—এমন প্রশ্ন তুলে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর-রহমান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডহক ভিত্তিতে যখন নিজের জন্য যা দরকার তা করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে তাঁর পতনের পর এখন নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বকে এখন জানাতে হবে বাংলাদেশের একটি পররাষ্ট্রনীতি আছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী ধর্মীয় উগ্রবাদ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, এমনটি স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের ভেতরে ডানপন্থী কর্তৃত্ববাদ মাথাচাড়া দিয়ে ওঠে কি না, সে বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দেন।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশে বৈদেশিক সম্পর্ক নিয়ে কাজ করার মতো ভালো কোনো গবেষণা প্রতিষ্ঠান নেই। রাজনৈতিক কর্মীদের সারা দিন ভারতবিরোধী স্লোগান দিলে কাজ হবে না। ইস্যুভিত্তিক বিভিন্ন কর্মসূচি নিতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান ও অধ্যাপক শাহাব এনাম খান, দৃকপ্রধান শহীদুল আলম, বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মানারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবদুর রব, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও সংগঠনের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেলের আলাউদ্দিন মোহাম্মদ বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৫ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৫ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৮ ঘণ্টা আগে