নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে তা আংশিক বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়।’
গতকাল রোববার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত জামায়াত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘সরকারে যাঁরা আছেন, তাঁরা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই সরকারে যাঁরা আছেন, আমরা সবাই মিলে তাঁদের বসিয়েছি। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার। তাঁরা যেন জনগণের ওপর সম্মান রেখে সব ন্যায্য দাবি পূরণ করেন। ন্যায়বিচার করতে হবে। এ দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলব না, ফাঁসির কাষ্ঠে ঝোলাব। কিন্তু যার কপালে ফাঁসির কাষ্ঠ আছে, তাকে ঝোলাতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের একটা দাবি, আজকে আল্লাহ তায়ালা আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরো বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশা আল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব।’
জুলাইকে হারিয়ে যেতে দেওয়া যাবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এই জুলাইকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজকেও শহীদ পরিবারের বর্ধিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে, সরকারের কোনো সাহায্য চাই না। আমরা ন্যায়বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।’
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে তা আংশিক বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়।’
গতকাল রোববার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত জামায়াত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘সরকারে যাঁরা আছেন, তাঁরা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই সরকারে যাঁরা আছেন, আমরা সবাই মিলে তাঁদের বসিয়েছি। জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার। তাঁরা যেন জনগণের ওপর সম্মান রেখে সব ন্যায্য দাবি পূরণ করেন। ন্যায়বিচার করতে হবে। এ দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলব না, ফাঁসির কাষ্ঠে ঝোলাব। কিন্তু যার কপালে ফাঁসির কাষ্ঠ আছে, তাকে ঝোলাতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের একটা দাবি, আজকে আল্লাহ তায়ালা আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরো বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশা আল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব।’
জুলাইকে হারিয়ে যেতে দেওয়া যাবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এই জুলাইকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজকেও শহীদ পরিবারের বর্ধিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে, সরকারের কোনো সাহায্য চাই না। আমরা ন্যায়বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।’
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।

জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) বাধা-নিষেধের কারণে এখনই তা তুলে ধরতে পারেননি দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সকল শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।
৪২ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক। তাঁর চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার স্পষ্ট ঘোষণা দিলেও এখনো তাদের জন্য আলোচনার দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে...
২ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আসেন তাঁরা।
৩ ঘণ্টা আগে