নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, ‘সরকারের সমর্থনপুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন কীভাবে সরকারের মুখপাত্র হয়?’ আজ বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ২০২৫-২৬ অর্থবছরের সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা নিয়ে এনডিএম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, ‘কিছু তরুণ এসে—যারা দুনিয়া দেখেনি, যারা জীবনে কখনো চাকরি করেনি, ব্যবসা করেনি, রাজনীতি করেনি, কিচ্ছু করেনি, আজকে একটি চাকরি চালাতে দিলে পারবে কি না আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটি কথা বলছে, এটা আগে না ওইটা আগে। খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কী আসলে কোনো রিজেনেবল আলোচনা? একটার সঙ্গে আরেকটির কী সম্পর্ক? একটি সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন, নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব এটা আগে।’
ববি হাজ্জাজ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিকে ডেকে ‘সর্বদলীয় রাজনৈতিক বৈঠক’ বলে গণমাধ্যমে প্রচার করেছে। তিনি মনে করেন, এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করেছে এবং এর অবসান চান তিনি।
সংবাদ সম্মেলনে আসন্ন অর্থবছরের বাজেট নিয়ে এনডিএমের ভাবনা তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জান-মালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’
তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেটে বিশেষ বরাদ্দ চেয়েছেন। এ ছাড়া, প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের প্রায় ৯৭ শতাংশ পরিচালন খাতে ব্যয় হয় উল্লেখ করে, তিনি এই খাতের বাজেট বরাদ্দের সুষম ব্যবহার করে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি দেখতে চান।
অগ্নিনির্বাপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনীর জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন ববি হাজ্জাজ। পাশাপাশি ব্যাটালিয়ন আনসার বাহিনীর বাইরের আনসার সদস্যদের জননিরাপত্তায় আরও বেশি কাজে লাগানোর জন্য তাঁদের ভাতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থার দাবিও জানান তিনি। তিনি পুলিশ সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দেখতে চান।
ববি হাজ্জাজ জোর দিয়ে বলেন, ‘আমরা চাই রাজনৈতিক মাঠের মতো অর্থনীতির মাঠেও বাজেটের জন্য জনগণ না হয়ে, জনগণের জন্য যেন বাজেট হয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ম. সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, ‘সরকারের সমর্থনপুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন কীভাবে সরকারের মুখপাত্র হয়?’ আজ বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ২০২৫-২৬ অর্থবছরের সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা নিয়ে এনডিএম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, ‘কিছু তরুণ এসে—যারা দুনিয়া দেখেনি, যারা জীবনে কখনো চাকরি করেনি, ব্যবসা করেনি, রাজনীতি করেনি, কিচ্ছু করেনি, আজকে একটি চাকরি চালাতে দিলে পারবে কি না আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটি কথা বলছে, এটা আগে না ওইটা আগে। খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কী আসলে কোনো রিজেনেবল আলোচনা? একটার সঙ্গে আরেকটির কী সম্পর্ক? একটি সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন, নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব এটা আগে।’
ববি হাজ্জাজ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিকে ডেকে ‘সর্বদলীয় রাজনৈতিক বৈঠক’ বলে গণমাধ্যমে প্রচার করেছে। তিনি মনে করেন, এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করেছে এবং এর অবসান চান তিনি।
সংবাদ সম্মেলনে আসন্ন অর্থবছরের বাজেট নিয়ে এনডিএমের ভাবনা তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জান-মালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’
তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেটে বিশেষ বরাদ্দ চেয়েছেন। এ ছাড়া, প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের প্রায় ৯৭ শতাংশ পরিচালন খাতে ব্যয় হয় উল্লেখ করে, তিনি এই খাতের বাজেট বরাদ্দের সুষম ব্যবহার করে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি দেখতে চান।
অগ্নিনির্বাপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনীর জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন ববি হাজ্জাজ। পাশাপাশি ব্যাটালিয়ন আনসার বাহিনীর বাইরের আনসার সদস্যদের জননিরাপত্তায় আরও বেশি কাজে লাগানোর জন্য তাঁদের ভাতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থার দাবিও জানান তিনি। তিনি পুলিশ সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দেখতে চান।
ববি হাজ্জাজ জোর দিয়ে বলেন, ‘আমরা চাই রাজনৈতিক মাঠের মতো অর্থনীতির মাঠেও বাজেটের জন্য জনগণ না হয়ে, জনগণের জন্য যেন বাজেট হয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ম. সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। আজ শুক্রবার রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। তারেক রহমানের ছবি সংযুক্ত ঘোষণায় বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে