নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি সমর্থন করেন, তাঁরা এই মঞ্চ থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে।
মঞ্চ তৈরিতে কাজ করা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা কাজ শেষ করে ফেলবেন।

মঞ্চ তৈরির দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী আসবেন। এ ছাড়া গতকাল রাতেই এনসিপির বিক্ষোভে সমর্থন জানায় জমায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনে বাড়ছে জমায়েত। যমুনার সামনের সড়কে স্থান সংকুলান হবে না বিবেচনায় মিন্টু রোডে ফোয়ারার মোড়ে মঞ্চ তৈরির কাজ চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. হিফজুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ থেকে আমাদের নেতা-কর্মীরা আসতেছে। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির আন্দোলনে সমর্থন জানিয়েছে। তাই যমুনার সামনে জায়গা সংকুলানের কথা বিবেচনা করে মিন্টু রোডের মুখে মোড়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। এখান থেকেই আমাদের দাবি সারা দেশে ছড়িয়ে পড়বে। এই মঞ্চ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে নতুন ঘোষণা আসবে।’
গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি। আজ সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপি ও অন্যান্য দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।
বিক্ষোভকে কেন্দ্র করে যমুনার চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশপাশে।
আরও পড়ুন:–

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি সমর্থন করেন, তাঁরা এই মঞ্চ থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে।
মঞ্চ তৈরিতে কাজ করা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা কাজ শেষ করে ফেলবেন।

মঞ্চ তৈরির দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী আসবেন। এ ছাড়া গতকাল রাতেই এনসিপির বিক্ষোভে সমর্থন জানায় জমায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনে বাড়ছে জমায়েত। যমুনার সামনের সড়কে স্থান সংকুলান হবে না বিবেচনায় মিন্টু রোডে ফোয়ারার মোড়ে মঞ্চ তৈরির কাজ চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. হিফজুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ থেকে আমাদের নেতা-কর্মীরা আসতেছে। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির আন্দোলনে সমর্থন জানিয়েছে। তাই যমুনার সামনে জায়গা সংকুলানের কথা বিবেচনা করে মিন্টু রোডের মুখে মোড়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। এখান থেকেই আমাদের দাবি সারা দেশে ছড়িয়ে পড়বে। এই মঞ্চ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে নতুন ঘোষণা আসবে।’
গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি। আজ সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপি ও অন্যান্য দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।
বিক্ষোভকে কেন্দ্র করে যমুনার চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশপাশে।
আরও পড়ুন:–

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৪ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৫ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৫ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৫ ঘণ্টা আগে