বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণ নিয়ে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। দ্রুতই এই ঘটনার সমাধান হবে বলে আশা করছেন তিনি।
সচিবালয়ে গতকাল রোববার স্থানীয় সরকারমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কখনো কখনো একসঙ্গে কাজ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং সময়ের ব্যবধানে সেটা নিরসন হয়। সেখানে (বরিশাল সদর ইউএনওর কার্যালয়) কিছু পোস্টার অপসারণ করতে গেলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমি আশা করি অল্প সময়ের মধ্যে এটা নিরসন হয়ে যাবে।’
বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান স্থানীয় নেতা-কর্মীরা। ওই ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি মামলা করেছে পুলিশ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের দায়ের করা আরেক মামলায়ও মেয়র প্রধান আসামি।
মামলা হওয়ার পরেও সমস্যা কীভাবে দ্রুত নিরসন হবে—সেই প্রশ্নে তাজুল ইসলাম বলেন, মামলা যে কারও বিরুদ্ধেই হতে পারে। মামলায় কেউ দোষী হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ভুল বোঝাবুঝির কারণে ঘটনা যদি অতিরঞ্জিত হয়ে থাকে, সেই ভুল বোঝাবুঝি যদি নিরসন হয়, তাহলে আমার মনে হয় বিষয়টি নির্দিষ্ট গণ্ডির ভেতর চলে আসবে। স্থানীয় নেতারা ও স্থানীয় প্রশাসন সমাধানের পথ খুঁজে বের করতে পারে। আমাদের পক্ষ থেকে কোথাও সহযোগিতা প্রয়োজন হলে করব।
প্রয়োজনে বরিশালের ঘটনা তদন্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সবকিছুই তদন্ত করা হবে। সিটি করপোরেশন যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তারাও দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমরা তো বিভিন্নভাবেই তদন্ত করি। ফলাফল আকারে এলে তখন হয়তো আপনারা জানবেন। আমরাও চাই ভুল বোঝাবুঝি না থাকুক, সমস্যাগুলো নিরসন হোক।
প্রশাসন ক্যাডারদের সংগঠনের বিবৃতির বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংক্ষুব্ধ পক্ষ কখনো কখনো এ রকম কথা বলতেই পারে। তাদের আবেগ, ক্ষোভের বহিঃপ্রকাশে প্রতিবাদের ভাষা বিভিন্ন ধরনের হতে পারে। সংক্ষুব্ধরা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। তবে আমি সমর্থন করি, সম্পূর্ণ সমস্যা নিরসন করে শান্তিপূর্ণভাবে সবাই একসঙ্গে কাজ করুক।
রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তারা উভয়েই গুরুত্বপূর্ণ। সবার মর্যাদার প্রতি শ্রদ্ধা রেখে ঘটনা নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করি। যখন ঘটনা ঘটে তখনো কিছু না কিছু উদ্যোগ ছিল। এখনো উদ্যোগ আছে। সিটি করপোরেশনের কর্মীরা কাজ বন্ধ রেখেছিলেন। আমরা বলেছি তাঁরা যেন কাজ বন্ধ না রাখেন, এমন কিছু না করেন যাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আমার মনে হয় না এখন বিষয়টা আর বেশি মাত্রায় আছে। আমি বিশ্বাস করি এটা সমাধানের দিকে চলে যাচ্ছে। আন্তরিকতা পুনঃপ্রতিষ্ঠা করতেও উভয় পক্ষ উদ্যোগ নিচ্ছে।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয় মুরব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করব।’
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসেছেন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর পুণ্যভূমি সিলেটে। বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতারও শুরু এই সফরের মধ্য দিয়েই।
৫ ঘণ্টা আগে
জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
১১ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
১১ ঘণ্টা আগে