নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী মৃত্যুকে ভয় না পেলেও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, সে নাকি কাউকে ভয় করে না। এমনকি মৃত্যুকেও ভয় পায় না। কিন্তু সে ঠিকই নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। সে যদি সাহসী হতো তাহলে নিরপেক্ষ নির্বাচন দিত।’
রিজভী আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান হোক। একই সাথে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণই নির্ধারণ করুক তারা কাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আজ নাইকো মামলার কার্যক্রম শুরু হয়েছে, এই মামলার প্রধান আসামি ছিল শেখ হাসিনা নিজেই। সে রাষ্ট্রক্ষমতার জোরে নিজের নাম বাদ দিয়ে খালেদা জিয়ার নাম ঢুকিয়েছে। এটা শেখ হাসিনার ইচ্ছে পূরণের বিচার। সে এখন আদালত, পুলিশ, র্যাব নিয়ন্ত্রণ করে সবাইকে ভয় দেখায়। এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সবাই। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জগদ্দল পাথরকে সরাতে হবে।’
বিএনপির নেতা-কর্মীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘ওরা (ক্ষমতাসীন দল) পুলিশের বেষ্টনীতে দাঁড়িয়ে থেকে পুলিশ দিয়ে আমাদের আক্রমণ করে। আইনি অস্ত্র দিয়ে আমাদের ঘায়েল করে। আমরা খালি হাতে লড়তে নামি। আমরাই প্রকৃত সাহসী যে অপশক্তির বিরুদ্ধে খালি হাতে লড়াই করি। আজ খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশের বাইরে। আপনারা তাঁদের ফিরিয়ে আনার লড়াইয়ে নামুন।’
বিএনপি নেতা রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জে অনেক অনিয়ম হয়। এই জেলায় সবচেয়ে বেশি প্রতিবাদ করে বিএনপি। এখানে নিষ্পাপ শিশু ত্বকীকে জীবন দিতে হয়েছে। শীতলক্ষ্যায় সাতটি লাশ ভেসে উঠেছে। এগুলো কাদের কাজ আমরা সবাই জানি। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, নির্বাচন ফিরিয়ে আনব। এটাই আমাদের অঙ্গীকার।’
পদযাত্রায় মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

প্রধানমন্ত্রী মৃত্যুকে ভয় না পেলেও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, সে নাকি কাউকে ভয় করে না। এমনকি মৃত্যুকেও ভয় পায় না। কিন্তু সে ঠিকই নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। সে যদি সাহসী হতো তাহলে নিরপেক্ষ নির্বাচন দিত।’
রিজভী আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান হোক। একই সাথে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণই নির্ধারণ করুক তারা কাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আজ নাইকো মামলার কার্যক্রম শুরু হয়েছে, এই মামলার প্রধান আসামি ছিল শেখ হাসিনা নিজেই। সে রাষ্ট্রক্ষমতার জোরে নিজের নাম বাদ দিয়ে খালেদা জিয়ার নাম ঢুকিয়েছে। এটা শেখ হাসিনার ইচ্ছে পূরণের বিচার। সে এখন আদালত, পুলিশ, র্যাব নিয়ন্ত্রণ করে সবাইকে ভয় দেখায়। এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সবাই। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জগদ্দল পাথরকে সরাতে হবে।’
বিএনপির নেতা-কর্মীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘ওরা (ক্ষমতাসীন দল) পুলিশের বেষ্টনীতে দাঁড়িয়ে থেকে পুলিশ দিয়ে আমাদের আক্রমণ করে। আইনি অস্ত্র দিয়ে আমাদের ঘায়েল করে। আমরা খালি হাতে লড়তে নামি। আমরাই প্রকৃত সাহসী যে অপশক্তির বিরুদ্ধে খালি হাতে লড়াই করি। আজ খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশের বাইরে। আপনারা তাঁদের ফিরিয়ে আনার লড়াইয়ে নামুন।’
বিএনপি নেতা রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জে অনেক অনিয়ম হয়। এই জেলায় সবচেয়ে বেশি প্রতিবাদ করে বিএনপি। এখানে নিষ্পাপ শিশু ত্বকীকে জীবন দিতে হয়েছে। শীতলক্ষ্যায় সাতটি লাশ ভেসে উঠেছে। এগুলো কাদের কাজ আমরা সবাই জানি। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, নির্বাচন ফিরিয়ে আনব। এটাই আমাদের অঙ্গীকার।’
পদযাত্রায় মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা...
৪ ঘণ্টা আগে
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র তাঁরা মানেন না।
৫ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় তিন পরিচালক নিয়োগ দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে