নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধী দল-মতকে উপেক্ষা করে একতরফা তফসিল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। তফসিল বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলীয় সরকারের অধীনে ঘোষিত একতরফা তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে কোনো প্রকার বোঝাপড়া বা সমঝোতা না করে একপেশে পাতানোর তফসিল দেশকে ভয়াবহ বিপর্যয়ে ফেলে দেবে। আগামী জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলকে সরকারদলীয় নীলনকশার তফসিল বলে মনে করছে দেশের জনগণ।
মাদানি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আজ্ঞাবহ তফসিল দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। দলদাস কমিশন দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না। জনগণের ভোটাধিকার হরণকারী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ষড়যন্ত্রমূলক নীলনকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মতো শাসক দলকে জিতিয়ে আনার চক্রান্ত করছে।
কমিশনকে এই তফসিল প্রত্যাহার করতে হবে জানিয়ে মাদানি বলেন, সব দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নতুন তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশন তার সাংবিধানিক অধিকার পালনে ব্যর্থ।
সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকে হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত থাকবেন দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

বিরোধী দল-মতকে উপেক্ষা করে একতরফা তফসিল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। তফসিল বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলীয় সরকারের অধীনে ঘোষিত একতরফা তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে কোনো প্রকার বোঝাপড়া বা সমঝোতা না করে একপেশে পাতানোর তফসিল দেশকে ভয়াবহ বিপর্যয়ে ফেলে দেবে। আগামী জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলকে সরকারদলীয় নীলনকশার তফসিল বলে মনে করছে দেশের জনগণ।
মাদানি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আজ্ঞাবহ তফসিল দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। দলদাস কমিশন দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে না। জনগণের ভোটাধিকার হরণকারী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ষড়যন্ত্রমূলক নীলনকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মতো শাসক দলকে জিতিয়ে আনার চক্রান্ত করছে।
কমিশনকে এই তফসিল প্রত্যাহার করতে হবে জানিয়ে মাদানি বলেন, সব দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নতুন তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশন তার সাংবিধানিক অধিকার পালনে ব্যর্থ।
সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকে হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত থাকবেন দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

২০২৬ সালকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবাণী পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়...
২০ মিনিট আগে
তিনি আরও বলেন,‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
৩৮ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
৪ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৪ ঘণ্টা আগে