নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে তাঁর স্থলাভিসিক্ত হওয়ার মতো দলে ১০ জন অভিজ্ঞ নেতা আছেন।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের আগে তিনি একথা বলেন।
সাধারণ সম্পাদক হওয়ার মতো আওয়ামী লীগে ১০ জন অভিজ্ঞ নেতা রয়েছে বলে জানিয়েছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, তিনি বলেছেন এবারের সম্মেলনে তেমন পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই। দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে আগাম সম্মেলন হবে। সেখানেই মেজর পরিবর্তন হতে পারে।
ওবায়দুল কাদের বলেন, ‘সভাপতি আমাদের অপরিহার্য, যিনি (শেখ হাসিনা) সভাপতি তিনি আমাদের ঐক্যের প্রতীক। এই মতের ভিন্ন একজনও কাউন্সিলর খুঁজে পাওয়া যাবে না, এ নিয়ে কোনো প্রশ্ন নেই।’
দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানামতে, দলে সেক্রেটারি হওয়ার মত ১০ জন অভিজ্ঞ নেতা আছেন, কে হবেন সেটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামত। সবকিছুর প্রতিফলন ঘটবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে।
‘এই সম্মেলনে যে কমিটি হবে এখানে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। নির্বাচনের পর আগামী সম্মেলন হতে পারে। তখন একটা মেজর হিসেব হতে পারে। আপাতত বড় কোনো ধরণের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।’
এবারের সম্মেলন ‘ঐতিহাসিক হবে’ মন্তব্য করে কাদের বলেন, ‘সারাদেশে জাগরণের ঢেউ আছে। সম্মেলনে নেতা-কর্মীদের ঢল নামবে।’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ‘চ্যালেঞ্জিং সময় পার করছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংকটে আছি। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে স্মরণকালের সর্ববৃহৎ সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ আছি। নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত।’
ওবায়দুল কাদের বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি। এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। ২০৪১পর্যন্ত সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযু্দ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্য আমরা কাজ করে যাবো। আমাদের মূল লক্ষ্য উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।
#তানিম

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে তাঁর স্থলাভিসিক্ত হওয়ার মতো দলে ১০ জন অভিজ্ঞ নেতা আছেন।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের আগে তিনি একথা বলেন।
সাধারণ সম্পাদক হওয়ার মতো আওয়ামী লীগে ১০ জন অভিজ্ঞ নেতা রয়েছে বলে জানিয়েছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, তিনি বলেছেন এবারের সম্মেলনে তেমন পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই। দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে আগাম সম্মেলন হবে। সেখানেই মেজর পরিবর্তন হতে পারে।
ওবায়দুল কাদের বলেন, ‘সভাপতি আমাদের অপরিহার্য, যিনি (শেখ হাসিনা) সভাপতি তিনি আমাদের ঐক্যের প্রতীক। এই মতের ভিন্ন একজনও কাউন্সিলর খুঁজে পাওয়া যাবে না, এ নিয়ে কোনো প্রশ্ন নেই।’
দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানামতে, দলে সেক্রেটারি হওয়ার মত ১০ জন অভিজ্ঞ নেতা আছেন, কে হবেন সেটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামত। সবকিছুর প্রতিফলন ঘটবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে।
‘এই সম্মেলনে যে কমিটি হবে এখানে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। নির্বাচনের পর আগামী সম্মেলন হতে পারে। তখন একটা মেজর হিসেব হতে পারে। আপাতত বড় কোনো ধরণের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।’
এবারের সম্মেলন ‘ঐতিহাসিক হবে’ মন্তব্য করে কাদের বলেন, ‘সারাদেশে জাগরণের ঢেউ আছে। সম্মেলনে নেতা-কর্মীদের ঢল নামবে।’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ‘চ্যালেঞ্জিং সময় পার করছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংকটে আছি। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে স্মরণকালের সর্ববৃহৎ সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ আছি। নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত।’
ওবায়দুল কাদের বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি। এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। ২০৪১পর্যন্ত সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযু্দ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্য আমরা কাজ করে যাবো। আমাদের মূল লক্ষ্য উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।
#তানিম

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৫ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৬ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৮ ঘণ্টা আগে