নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও তাঁরা নাহিদকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি স্বীকার করছে না।
ছাত্রদল নেতা নাহিদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, ‘এর আগেও তাঁকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে অস্ত্র উদ্ধার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।’
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে
বিএনপি মহাসচিব বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় নেতা–কর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল—নরসিংদী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া ও হদিস না দেওয়ার লোমহর্ষক ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। সিদ্দিকুর রহমান নাহিদ নিখোঁজ থাকার ঘটনায় তাঁর পরিবার ও বিএনপি নেতা–কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’
অবিলম্বে সিদ্দিকুর রহমান নাহিদকে প্রকাশ্যে উপস্থিত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র ঐক্যের কনভেনশন চলাকালে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও তাঁরা নাহিদকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি স্বীকার করছে না।
ছাত্রদল নেতা নাহিদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, ‘এর আগেও তাঁকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে অস্ত্র উদ্ধার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।’
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে
বিএনপি মহাসচিব বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় নেতা–কর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল—নরসিংদী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া ও হদিস না দেওয়ার লোমহর্ষক ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। সিদ্দিকুর রহমান নাহিদ নিখোঁজ থাকার ঘটনায় তাঁর পরিবার ও বিএনপি নেতা–কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’
অবিলম্বে সিদ্দিকুর রহমান নাহিদকে প্রকাশ্যে উপস্থিত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৯ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১০ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১০ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১০ ঘণ্টা আগে