নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর আচরণের কড়া সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর মতে, মুরাদ হাসান যে আচরণ করেছেন, তাতে তাঁর পদত্যাগ যথেষ্ট নয়। মুরাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।
ভিডিও বার্তায় মুরাদ হাসানের শাস্তির দাবি জানিয়ে মঈন খান বলেন, 'আমরা শুনেছি ডাক্তার মুরাদ হাসান নাকি পদত্যাগ করেছেন। আসলে এই ধরনের আচরণের পরে পদত্যাগ তো কোনো দিন যথেষ্ট হতে পারে না। একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন যদি এমন একটি লোক, তাহলে মানুষ কি বলবে? শুধু পদত্যাগ কেন তার এই আচরণের জন্য যথাযোগ্য শাস্তি হতে পারে।'
মুরাদ হাসান এর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি'র এই শীর্ষ নেতা বলেন, 'এই ধরনের মানুষ যে ভাষায় কথা বলেন তা অসভ্য, বর্বরের ভাষা। আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করেন, তাঁরাও তো এই ভাষায় কথা বলেন না। তাহলে আমরা কি রোল মডেল হয়েছি সারা বিশ্বের কাছে? '
মঈন খান বলেন, 'নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তাঁর এই আচরণ শুধু তাঁকে নয়, তাঁর রাজনৈতিক দল, সরকারকে কীভাবে চিত্রায়িত করছে বিশ্বের কাছে! তাঁর এই অপরাধের শাস্তি তাঁকে পেতেই হবে। আমরা আশা করি দেশবাসীর এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে। এই দেশকে একটি সুসভ্য জাতি হিসেবে যাতে আমরা তুলে ধরতে পারি। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করি যার ফলে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটি সভ্য জাতি।'
তিনি বলেন, 'আমরা শুধু প্রোপাগান্ডা দিয়ে বিশ্বের বুকে বাহবা কুড়াতে চাই। যাঁরা নিজেদের ভালোবাসে, তাঁদের দিয়ে তো দেশ সেবা হয় না। যাঁরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, তাঁদের দিয়ে তো দেশ চলে না। একজন মানুষকে যদি আমি সম্মান করতে না পারি, তাহলে কীভাবে আমি জনপ্রতিনিধি হব? কীভাবে একজন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারব? এই প্রশ্ন কি আজ দেশের মানুষ করতে পারে না? '

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর আচরণের কড়া সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর মতে, মুরাদ হাসান যে আচরণ করেছেন, তাতে তাঁর পদত্যাগ যথেষ্ট নয়। মুরাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।
ভিডিও বার্তায় মুরাদ হাসানের শাস্তির দাবি জানিয়ে মঈন খান বলেন, 'আমরা শুনেছি ডাক্তার মুরাদ হাসান নাকি পদত্যাগ করেছেন। আসলে এই ধরনের আচরণের পরে পদত্যাগ তো কোনো দিন যথেষ্ট হতে পারে না। একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন যদি এমন একটি লোক, তাহলে মানুষ কি বলবে? শুধু পদত্যাগ কেন তার এই আচরণের জন্য যথাযোগ্য শাস্তি হতে পারে।'
মুরাদ হাসান এর বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি'র এই শীর্ষ নেতা বলেন, 'এই ধরনের মানুষ যে ভাষায় কথা বলেন তা অসভ্য, বর্বরের ভাষা। আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করেন, তাঁরাও তো এই ভাষায় কথা বলেন না। তাহলে আমরা কি রোল মডেল হয়েছি সারা বিশ্বের কাছে? '
মঈন খান বলেন, 'নারীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তাঁর এই আচরণ শুধু তাঁকে নয়, তাঁর রাজনৈতিক দল, সরকারকে কীভাবে চিত্রায়িত করছে বিশ্বের কাছে! তাঁর এই অপরাধের শাস্তি তাঁকে পেতেই হবে। আমরা আশা করি দেশবাসীর এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে। এই দেশকে একটি সুসভ্য জাতি হিসেবে যাতে আমরা তুলে ধরতে পারি। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করি যার ফলে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটি সভ্য জাতি।'
তিনি বলেন, 'আমরা শুধু প্রোপাগান্ডা দিয়ে বিশ্বের বুকে বাহবা কুড়াতে চাই। যাঁরা নিজেদের ভালোবাসে, তাঁদের দিয়ে তো দেশ সেবা হয় না। যাঁরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না, তাঁদের দিয়ে তো দেশ চলে না। একজন মানুষকে যদি আমি সম্মান করতে না পারি, তাহলে কীভাবে আমি জনপ্রতিনিধি হব? কীভাবে একজন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারব? এই প্রশ্ন কি আজ দেশের মানুষ করতে পারে না? '

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
১৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৩৮ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাঁকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এ জন্য এটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা
৩ ঘণ্টা আগে