নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আওয়ামী লীগ যে গনিমতের মালগুলো রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা—সবাই ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসেবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামায়াত এক ভাগ নিয়েছে। গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশনকে কোনো নির্দিষ্ট ধর্মের কাছে, কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছে অথবা কোনো ফ্যামিলির কাছেও বর্গা দিতে চাই না। আমরা জনগণের প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, যাঁর হাত দিয়ে বাংলাদেশের মানুষ রক্তে রঞ্জিত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, এর অন্যতম কারিগর ছিলেন চুপ্পু; সেই চুপ্পুর হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদ মানবে না বলেও জানান তিনি।
ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা নির্বাচন হোক। এই নির্বাচন কমিশন যদি কোনো দলদাস না হয়, ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে, বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব। কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা ফেস করবে কি না। আজ থেকেও যদি সৎ সাহস নিয়ে কাজ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে গাদ্দারি না করে, তাহলে নির্বাচন করা সম্ভব।’
এনসিপির প্রতিনিধিদল ইসি সচিবের হাতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি জমা দেয়। এ সময় এননিসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, খালেদ সাইফুল্লাহ ও জহিরুল ইসলাম মূসা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত লিখেছেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এরা কারো প্রেসক্রিপশনে ডে-ওয়ান থেকে পক্ষপাতমূলক আচরণ করছে। টিআইবির চোখে অবশ্য আমরাই ‘‘কিংস পার্টি’’।’

নির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আওয়ামী লীগ যে গনিমতের মালগুলো রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা—সবাই ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসেবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামায়াত এক ভাগ নিয়েছে। গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশনকে কোনো নির্দিষ্ট ধর্মের কাছে, কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছে অথবা কোনো ফ্যামিলির কাছেও বর্গা দিতে চাই না। আমরা জনগণের প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, যাঁর হাত দিয়ে বাংলাদেশের মানুষ রক্তে রঞ্জিত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, এর অন্যতম কারিগর ছিলেন চুপ্পু; সেই চুপ্পুর হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদ মানবে না বলেও জানান তিনি।
ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা নির্বাচন হোক। এই নির্বাচন কমিশন যদি কোনো দলদাস না হয়, ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে, বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব। কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা ফেস করবে কি না। আজ থেকেও যদি সৎ সাহস নিয়ে কাজ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে গাদ্দারি না করে, তাহলে নির্বাচন করা সম্ভব।’
এনসিপির প্রতিনিধিদল ইসি সচিবের হাতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি জমা দেয়। এ সময় এননিসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, খালেদ সাইফুল্লাহ ও জহিরুল ইসলাম মূসা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত লিখেছেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এরা কারো প্রেসক্রিপশনে ডে-ওয়ান থেকে পক্ষপাতমূলক আচরণ করছে। টিআইবির চোখে অবশ্য আমরাই ‘‘কিংস পার্টি’’।’

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৯ ঘণ্টা আগে