নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনার পতন ও সংসদ ভেঙে দেওয়ার পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে বঙ্গভবনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই প্রক্রিয়ার মধ্যেই আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি।
আজ বেলা ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারাও বক্তব্য দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার পর এখন পর্যন্ত সবকিছুই দলটির অনুকূলে আছে। এই পর্যায়ে এসে দলটির চাওয়া নির্দলীয় একটি সরকারের অধীনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারে মনোযোগ রেখেছে বিএনপি। ওই সরকারের কার্যক্রম দেখেই পরবর্তী করণীয় ঠিক করার কথা বলছেন দলটির নেতারা।
গতকাল সকালে সার্বিক বিষয় নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনায় বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কালবিলম্ব না করে আপনি দয়া করে অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’
দলীয় সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির কাছে মতামত চাওয়া হয়েছে। এর বিপরীতে দলটির নেতারা মতামত দিয়েছেন। সেখানে ছাত্রদের চাওয়ার সঙ্গে বিএনপির মতামতের সামঞ্জস্য রয়েছে।
গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ একটা সরকার আমরা চাই। ছাত্রদের সঙ্গে বিএনপির প্রত্যাশার কোনো অমিল নেই।’ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান দেখাতে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভারতসহ সব রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান দেখাবে।’

শেখ হাসিনার পতন ও সংসদ ভেঙে দেওয়ার পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে বঙ্গভবনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই প্রক্রিয়ার মধ্যেই আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি।
আজ বেলা ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারাও বক্তব্য দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার পর এখন পর্যন্ত সবকিছুই দলটির অনুকূলে আছে। এই পর্যায়ে এসে দলটির চাওয়া নির্দলীয় একটি সরকারের অধীনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারে মনোযোগ রেখেছে বিএনপি। ওই সরকারের কার্যক্রম দেখেই পরবর্তী করণীয় ঠিক করার কথা বলছেন দলটির নেতারা।
গতকাল সকালে সার্বিক বিষয় নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনায় বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কালবিলম্ব না করে আপনি দয়া করে অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’
দলীয় সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির কাছে মতামত চাওয়া হয়েছে। এর বিপরীতে দলটির নেতারা মতামত দিয়েছেন। সেখানে ছাত্রদের চাওয়ার সঙ্গে বিএনপির মতামতের সামঞ্জস্য রয়েছে।
গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ একটা সরকার আমরা চাই। ছাত্রদের সঙ্গে বিএনপির প্রত্যাশার কোনো অমিল নেই।’ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান দেখাতে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভারতসহ সব রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান দেখাবে।’

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটি আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে পৃথক বৈঠক করে এই অভিযোগ জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে জোটের একটি সূত্র এই তিন দলের আসন বণ্টন বিষয়ে তথ্য দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৫৩টিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার রূপরেখা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জামায়াত ১৭৯টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবার।
৪ ঘণ্টা আগে
দেশে ফেরার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী জুবাইদা রহমান ও তাঁর একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান।
৪ ঘণ্টা আগে