নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনার পতন ও সংসদ ভেঙে দেওয়ার পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে বঙ্গভবনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই প্রক্রিয়ার মধ্যেই আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি।
আজ বেলা ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারাও বক্তব্য দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার পর এখন পর্যন্ত সবকিছুই দলটির অনুকূলে আছে। এই পর্যায়ে এসে দলটির চাওয়া নির্দলীয় একটি সরকারের অধীনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারে মনোযোগ রেখেছে বিএনপি। ওই সরকারের কার্যক্রম দেখেই পরবর্তী করণীয় ঠিক করার কথা বলছেন দলটির নেতারা।
গতকাল সকালে সার্বিক বিষয় নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনায় বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কালবিলম্ব না করে আপনি দয়া করে অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’
দলীয় সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির কাছে মতামত চাওয়া হয়েছে। এর বিপরীতে দলটির নেতারা মতামত দিয়েছেন। সেখানে ছাত্রদের চাওয়ার সঙ্গে বিএনপির মতামতের সামঞ্জস্য রয়েছে।
গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ একটা সরকার আমরা চাই। ছাত্রদের সঙ্গে বিএনপির প্রত্যাশার কোনো অমিল নেই।’ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান দেখাতে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভারতসহ সব রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান দেখাবে।’

শেখ হাসিনার পতন ও সংসদ ভেঙে দেওয়ার পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে বঙ্গভবনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই প্রক্রিয়ার মধ্যেই আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি।
আজ বেলা ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারাও বক্তব্য দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার পর এখন পর্যন্ত সবকিছুই দলটির অনুকূলে আছে। এই পর্যায়ে এসে দলটির চাওয়া নির্দলীয় একটি সরকারের অধীনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারে মনোযোগ রেখেছে বিএনপি। ওই সরকারের কার্যক্রম দেখেই পরবর্তী করণীয় ঠিক করার কথা বলছেন দলটির নেতারা।
গতকাল সকালে সার্বিক বিষয় নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনায় বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কালবিলম্ব না করে আপনি দয়া করে অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’
দলীয় সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির কাছে মতামত চাওয়া হয়েছে। এর বিপরীতে দলটির নেতারা মতামত দিয়েছেন। সেখানে ছাত্রদের চাওয়ার সঙ্গে বিএনপির মতামতের সামঞ্জস্য রয়েছে।
গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ একটা সরকার আমরা চাই। ছাত্রদের সঙ্গে বিএনপির প্রত্যাশার কোনো অমিল নেই।’ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান দেখাতে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভারতসহ সব রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান দেখাবে।’

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৬ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৬ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৮ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৯ ঘণ্টা আগে