নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।

বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ‘বৃহত্তর ঐক্য’ বা ‘এক বাক্সে ভোট’ নিশ্চিত করার প্রচেষ্টা দীর্ঘদিনের। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সেই সম্ভাবনা তুঙ্গে উঠলেও শেষ পর্যন্ত তা চরম নাটকীয়তায় পর্যবসিত হয়েছে।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
১১ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে
কোনো একক দলের নয়, শেষ পর্যন্ত দেশ ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন সম্প্রতি প্রয়াত বিএনপির প্রধান খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এটিই ছিল বক্তাদের কথার অন্যতম মূল সুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে