ভোলা সংবাদদাতা

‘থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখছি এবং এই বৈঠক ভালো কিছু বয়ে আনবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি ইতিবাচক। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের সরকার, এটি একটি অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হলেও জনগণের সরকার। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকার যাতে ফেল না করে, এ জন্য প্রথম থেকে তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।’
সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে আমি মনে করি, বড় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর নির্বাচন হয়নি। মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের কমিটমেন্ট জনগণের ওপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারি, তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইতে হবে, না ডিসেম্বরে হবে—এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’
এ সময় ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজিপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লঞ্চে ভোলায় পৌঁছান বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

‘থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখছি এবং এই বৈঠক ভালো কিছু বয়ে আনবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি ইতিবাচক। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের সরকার, এটি একটি অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হলেও জনগণের সরকার। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকার যাতে ফেল না করে, এ জন্য প্রথম থেকে তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।’
সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে আমি মনে করি, বড় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর নির্বাচন হয়নি। মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের কমিটমেন্ট জনগণের ওপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারি, তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইতে হবে, না ডিসেম্বরে হবে—এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’
এ সময় ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজিপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লঞ্চে ভোলায় পৌঁছান বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১১ জানুয়ারি থেকে উত্তরবঙ্গ সফর শুরু করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি এই চার দিনের সফরসূচি ঘোষণা করেছেন।
২ ঘণ্টা আগে
এক-দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে সেনাবাহিনীসহ—যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কি না।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
১৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা...
১৪ ঘণ্টা আগে