নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুশ-ইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত— যেহেতু তিনিও বাঙালি মুসলমান। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছে, তাদের কোনো পুশ-ইন করা হচ্ছে না।
আজ সোমবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়— আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতিও বাংলা। কিন্তু ভারতে যারা বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনা তো একই বৈশিষ্ট্যের অধিকারী— বাংলাদেশের নাগরিক, বাঙালি মুসলমান। তাঁকে তো পুশ-ইন করছে না ভারত। আবার যারা দুর্বৃত্ত হয়ে ভারতে পালিয়েছে, তাদেরও ফেরত পাঠানো হচ্ছে না। কেন?’
তিনি বলেন, ‘ভারতের বহু নাগরিক, যাদের পূর্বপুরুষরাও সেখানে জন্মেছেন, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং ভারত যা চায়, সরকার তাই করছে।’
রিজভী আরও বলেন, ‘ভারত বাংলাদেশের ভেতরে তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক, তাতে কিছু যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে ক্ষমতায়। এটা করে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, যারা অন্য দেশের ওপর কর্তৃত্ব রাখতে চায়। শেখ হাসিনা সেই নীতি ও প্রভাবের প্রতিনিধিত্ব করেন বলেই ভারত তার ওপর নির্ভর করে। তাই আজ তাদের মন খারাপ।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুশ-ইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত— যেহেতু তিনিও বাঙালি মুসলমান। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছে, তাদের কোনো পুশ-ইন করা হচ্ছে না।
আজ সোমবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়— আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতিও বাংলা। কিন্তু ভারতে যারা বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনা তো একই বৈশিষ্ট্যের অধিকারী— বাংলাদেশের নাগরিক, বাঙালি মুসলমান। তাঁকে তো পুশ-ইন করছে না ভারত। আবার যারা দুর্বৃত্ত হয়ে ভারতে পালিয়েছে, তাদেরও ফেরত পাঠানো হচ্ছে না। কেন?’
তিনি বলেন, ‘ভারতের বহু নাগরিক, যাদের পূর্বপুরুষরাও সেখানে জন্মেছেন, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং ভারত যা চায়, সরকার তাই করছে।’
রিজভী আরও বলেন, ‘ভারত বাংলাদেশের ভেতরে তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক, তাতে কিছু যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে ক্ষমতায়। এটা করে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, যারা অন্য দেশের ওপর কর্তৃত্ব রাখতে চায়। শেখ হাসিনা সেই নীতি ও প্রভাবের প্রতিনিধিত্ব করেন বলেই ভারত তার ওপর নির্ভর করে। তাই আজ তাদের মন খারাপ।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৪ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৪ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৬ ঘণ্টা আগে