নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকার ‘জ্ঞান’ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আজ বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ছয়টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আব্দুল আউয়াল মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘সরকার যে অপরাধ করেছে, সেটা বোঝার মতো জ্ঞানও তাদের নেই। যে কারণে সরকারপ্রধান নিজেদের অপরাধ খুঁজে পান না। যেদিকে তাকাই, শুধু অপরাধ দেখি। আর ওনারা কোন অপরাধ দেখেন না। অপরাধ বোঝার জন্য একটা জ্ঞান লাগে। এই সরকার তাদের জ্ঞানই হারিয়ে ফেলেছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন—সবাই আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়, আমার অপরাধ কী? আমার প্রশ্ন, আপনি (প্রধানমন্ত্রী) যে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা করছেন—এটা কী অপরাধ নয়? আপনি যে হেলমেট বাহিনী, এ বাহিনী, সে বাহিনী দিয়ে অত্যাচার-নির্যাতন করছেন—এগুলো কী জনগণের বিরুদ্ধে অপরাধ নয়? ভোট ডাকাতির মাধ্যমে মানুষের অধিকার খর্বের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছেন—এটা কী জনগণ, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ নয়?’
অর্থপাচার নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা কী পড়েন না, দেশের সম্পদ কীভাবে লুটপাট হচ্ছে? দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। আর যদি টিভি দেখেন, দেখবেন মুদ্রা পাচারের নাম উঠলেই প্রথম আমার নাম, (পাশে বসে থাকা তাঁর ছেলে তাবিথ আউয়ালের দিকে ইশারা করে) তাবিথ সাহেবের নামও আসে। আমি, আমার বউ—এদের নাম আসে। আরে ভাই আমরা তো এখানে থাকি। তো মুদ্রাটা কার কাছে পাঠাব? যাদের ছেলেমেয়ে বিদেশে থা, কে মুদ্রা পাচার করলে তারাই করছে। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি আপনার কে এ দেশে আছে? আপনাদের কেউ এখানে থাকে না, পাঠালেতো আপনিও পাঠাতে পারেন।’
আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আজ এ দেশের একটা অংশ বন্যাকবলিত। মানুষের হাহাকার, না খেয়ে মরে যাচ্ছে। আর আপনি আলোকসজ্জায় ব্যস্ত। এটা কী দেশের বিরুদ্ধে একটা অপরাধ নয়? আমি তো বলি এটা অপরাধ। এ অপরাধেরও বিচার করা হবে।’ সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আপনারা ভোট চুরি করে ক্ষমতায় আছেন। আবার যদি ভোট চুরি করে ক্ষমতায় যেতে চান, সেটা হবে না। সেটা সম্ভব না। সেটা হতে দেওয়া হবে না।’

বর্তমান সরকার ‘জ্ঞান’ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আজ বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ছয়টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আব্দুল আউয়াল মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘সরকার যে অপরাধ করেছে, সেটা বোঝার মতো জ্ঞানও তাদের নেই। যে কারণে সরকারপ্রধান নিজেদের অপরাধ খুঁজে পান না। যেদিকে তাকাই, শুধু অপরাধ দেখি। আর ওনারা কোন অপরাধ দেখেন না। অপরাধ বোঝার জন্য একটা জ্ঞান লাগে। এই সরকার তাদের জ্ঞানই হারিয়ে ফেলেছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন—সবাই আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়, আমার অপরাধ কী? আমার প্রশ্ন, আপনি (প্রধানমন্ত্রী) যে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা করছেন—এটা কী অপরাধ নয়? আপনি যে হেলমেট বাহিনী, এ বাহিনী, সে বাহিনী দিয়ে অত্যাচার-নির্যাতন করছেন—এগুলো কী জনগণের বিরুদ্ধে অপরাধ নয়? ভোট ডাকাতির মাধ্যমে মানুষের অধিকার খর্বের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছেন—এটা কী জনগণ, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ নয়?’
অর্থপাচার নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা কী পড়েন না, দেশের সম্পদ কীভাবে লুটপাট হচ্ছে? দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। আর যদি টিভি দেখেন, দেখবেন মুদ্রা পাচারের নাম উঠলেই প্রথম আমার নাম, (পাশে বসে থাকা তাঁর ছেলে তাবিথ আউয়ালের দিকে ইশারা করে) তাবিথ সাহেবের নামও আসে। আমি, আমার বউ—এদের নাম আসে। আরে ভাই আমরা তো এখানে থাকি। তো মুদ্রাটা কার কাছে পাঠাব? যাদের ছেলেমেয়ে বিদেশে থা, কে মুদ্রা পাচার করলে তারাই করছে। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি আপনার কে এ দেশে আছে? আপনাদের কেউ এখানে থাকে না, পাঠালেতো আপনিও পাঠাতে পারেন।’
আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আজ এ দেশের একটা অংশ বন্যাকবলিত। মানুষের হাহাকার, না খেয়ে মরে যাচ্ছে। আর আপনি আলোকসজ্জায় ব্যস্ত। এটা কী দেশের বিরুদ্ধে একটা অপরাধ নয়? আমি তো বলি এটা অপরাধ। এ অপরাধেরও বিচার করা হবে।’ সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আপনারা ভোট চুরি করে ক্ষমতায় আছেন। আবার যদি ভোট চুরি করে ক্ষমতায় যেতে চান, সেটা হবে না। সেটা সম্ভব না। সেটা হতে দেওয়া হবে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
৯ ঘণ্টা আগে