নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বগুড়া থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রোডমার্চ নিয়ে রাজশাহী যাওয়ার পথে বক্তব্য দিতে বলায় মেজাজ হারিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে রাজশাহীর মোহনপুর বাজারে রোডমার্চ পৌঁছালে এ ঘটনা ঘটে।
রাজশাহীর মোহনপুর বাজারে রোডমার্চ পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা রোডমার্চের গাড়িবহর আটকে দেন। এ সময় তাঁরা দলের মহাসচিবকে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। বারবার অনুরোধ করার পরও নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হ্যান্ড মাইকে ক্ষোভ ঝাড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এখানে এক মিনিটও বক্তব্য রাখব না। আপনি দ্বিতীয় কোনো কথা বললে আপনাকে চিহ্নিত করে রাখব। আপনারা আমার সঙ্গেও এই ব্যবহার করতে পারেন, আমি ভাবতেই পারি না। রাজশাহীতে মিটিং আছে, সন্ধ্যা হয়ে গেছে। আপনার এভাবে রাস্তায় রাস্তায় গাড়ি আটকালে আমরা কখন মিটিং করব।’
এরপর রোডমার্চ নিয়ে মির্জা ফখরুল রাজশাহী পৌঁছান। সেখানে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় এক সমাবেশে বক্তব্য দেন তিনি।
সমাবেশে ফখরুল বলেন, ‘এই সরকার সব দিক দিয়ে ব্যর্থ। আপনারা কি বাচ্চাদের ডিম খেতে দিতে পারেন? ভালো খাবার দিতে পারেন? পারেন না। বিদ্যুতের দাম বাড়ছেই। সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ চায় এই সরকার বিদায় হোক। বগুড়া থেকে এলাম, বৃদ্ধরা-শিশুরা সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে। বলেছে, তারা দুটি জিনিস চায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। আজ বিশ্ববাসী বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এই সরকারকে মানুষ আর দেখতে চায় না।’
রাজশাহীর সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার আবারও নির্বাচন নির্বাচন পাতানো খেলা খেলতে চায়। আমরা পাতানো খেলা আর খেলতে দেব না। আপনাদের রাজশাহীর নেতা আবু সাঈদ চাঁদ, শফিকুল হক মিলনকে মামলা দিয়ে কারাগারে রেখেছে। সারা দেশে আজকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকে জেলে রেখেছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী আজ নির্যাতিত-নিষ্পেষিত। এর বিরুদ্ধে জেগে উঠতে হবে।’

বগুড়া থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রোডমার্চ নিয়ে রাজশাহী যাওয়ার পথে বক্তব্য দিতে বলায় মেজাজ হারিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে রাজশাহীর মোহনপুর বাজারে রোডমার্চ পৌঁছালে এ ঘটনা ঘটে।
রাজশাহীর মোহনপুর বাজারে রোডমার্চ পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা রোডমার্চের গাড়িবহর আটকে দেন। এ সময় তাঁরা দলের মহাসচিবকে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। বারবার অনুরোধ করার পরও নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হ্যান্ড মাইকে ক্ষোভ ঝাড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এখানে এক মিনিটও বক্তব্য রাখব না। আপনি দ্বিতীয় কোনো কথা বললে আপনাকে চিহ্নিত করে রাখব। আপনারা আমার সঙ্গেও এই ব্যবহার করতে পারেন, আমি ভাবতেই পারি না। রাজশাহীতে মিটিং আছে, সন্ধ্যা হয়ে গেছে। আপনার এভাবে রাস্তায় রাস্তায় গাড়ি আটকালে আমরা কখন মিটিং করব।’
এরপর রোডমার্চ নিয়ে মির্জা ফখরুল রাজশাহী পৌঁছান। সেখানে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় এক সমাবেশে বক্তব্য দেন তিনি।
সমাবেশে ফখরুল বলেন, ‘এই সরকার সব দিক দিয়ে ব্যর্থ। আপনারা কি বাচ্চাদের ডিম খেতে দিতে পারেন? ভালো খাবার দিতে পারেন? পারেন না। বিদ্যুতের দাম বাড়ছেই। সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ চায় এই সরকার বিদায় হোক। বগুড়া থেকে এলাম, বৃদ্ধরা-শিশুরা সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে। বলেছে, তারা দুটি জিনিস চায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। আজ বিশ্ববাসী বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এই সরকারকে মানুষ আর দেখতে চায় না।’
রাজশাহীর সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার আবারও নির্বাচন নির্বাচন পাতানো খেলা খেলতে চায়। আমরা পাতানো খেলা আর খেলতে দেব না। আপনাদের রাজশাহীর নেতা আবু সাঈদ চাঁদ, শফিকুল হক মিলনকে মামলা দিয়ে কারাগারে রেখেছে। সারা দেশে আজকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকে জেলে রেখেছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী আজ নির্যাতিত-নিষ্পেষিত। এর বিরুদ্ধে জেগে উঠতে হবে।’

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
১ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১২ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৩ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১৩ ঘণ্টা আগে