নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড়ের ব্যারিকেডেই তাঁকে আটকে দেয় পুলিশ। এ সময় দায়িত্বরত পুলিশ ও বিএনপির মহাসচিবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘এটা আমাদের দলীয় কার্যালয়। এটা আমাদের প্রোপার্টি। আপনি আমাকে বলেন, এখন এখানে আমি এলাউড কিনা?’
উত্তরে বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ এলাউ হেয়ার।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি পার্টির মহাসচিব। আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না। তারা যে তদন্ত করছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ওখানে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না। নাথিং ওয়াজ দেওয়ার।’ 
বিএনপি কার্যালয়ে পুলিশই ককটেল নিয়ে এসেছিল অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের কেউ কোনো বোমা মারেনি। নো বডি ডিট ইট। একটি চক্রান্ত পরিকল্পনা করে আমাদের ১০ তারিখের সমাবেশ বানচাল করার জন্য এসব করা হয়েছে। এটা সরকারের হীন পরিকল্পনা ও চক্রান্ত।’
সাংবিধানিক অধিকার—সব দল স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা এখানে নেই। তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকারতো দূরের কথা মানুষ সভ্য সমাজে বাস করছে না।’ এ সময় সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। বিএনপি অফিস খুলে দেওয়া ও যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি ও নিহত নেতার হত্যার তদন্তের দাবি করেন মির্জা ফখরুল। এ সময় ১০ তারিখে সমাবেশ সুন্দর সুষ্ঠুভাবে করতে সরকারের কাছে দাবি জানান ফখরুল।
এর আগে ঢাকা মহানগর সিএমএম আদালতে হাজিরা দিতে যান বিএনপি মহাসচিব। সেখান থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মোড়ে পুলিশ তাঁকে বাধা দেয়।
বিকেল ৩টায় সংবাদ সম্মেলন
এদিকে নয়াপল্টনের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোন যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড়ের ব্যারিকেডেই তাঁকে আটকে দেয় পুলিশ। এ সময় দায়িত্বরত পুলিশ ও বিএনপির মহাসচিবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘এটা আমাদের দলীয় কার্যালয়। এটা আমাদের প্রোপার্টি। আপনি আমাকে বলেন, এখন এখানে আমি এলাউড কিনা?’
উত্তরে বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ এলাউ হেয়ার।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি পার্টির মহাসচিব। আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না। তারা যে তদন্ত করছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ওখানে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না। নাথিং ওয়াজ দেওয়ার।’ 
বিএনপি কার্যালয়ে পুলিশই ককটেল নিয়ে এসেছিল অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের কেউ কোনো বোমা মারেনি। নো বডি ডিট ইট। একটি চক্রান্ত পরিকল্পনা করে আমাদের ১০ তারিখের সমাবেশ বানচাল করার জন্য এসব করা হয়েছে। এটা সরকারের হীন পরিকল্পনা ও চক্রান্ত।’
সাংবিধানিক অধিকার—সব দল স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা এখানে নেই। তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকারতো দূরের কথা মানুষ সভ্য সমাজে বাস করছে না।’ এ সময় সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। বিএনপি অফিস খুলে দেওয়া ও যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি ও নিহত নেতার হত্যার তদন্তের দাবি করেন মির্জা ফখরুল। এ সময় ১০ তারিখে সমাবেশ সুন্দর সুষ্ঠুভাবে করতে সরকারের কাছে দাবি জানান ফখরুল।
এর আগে ঢাকা মহানগর সিএমএম আদালতে হাজিরা দিতে যান বিএনপি মহাসচিব। সেখান থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মোড়ে পুলিশ তাঁকে বাধা দেয়।
বিকেল ৩টায় সংবাদ সম্মেলন
এদিকে নয়াপল্টনের ঘটনা এবং ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল থেকেই কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই সড়কে কোন যানবাহন চলছে না। সরকারি চাকরিজীবীরা আইডি কার্ড দেখিয়ে তারপর চলাচলের অনুমতি পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৩ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৪ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৫ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৭ ঘণ্টা আগে