নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তাদের সংস্কার করার যোগ্যতা নেই। দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার অভিযোগ করেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যা দেশের শিল্পকারখানার জন্য ধ্বংসাত্মক হবে। শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের উচিত এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকা।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন ও সুস্থতা কামনা করছেন এবং যাঁরা তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছেন, তাঁদের ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না।
জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা ও নিত্যপণ্যের বাজারে কোনো শৃঙ্খলা আনতে পারেনি। তিনি ২০২৫ সালের জুনের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে।’
জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, পাঁচ মাসেও অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের সময় যেমন জনগণের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বর্তমান সরকারও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। দেশের সংকট সমাধানে দ্রুত সংসদ নির্বাচন জরুরি।
সমাবেশে অন্য বক্তারা ফ্যাসিবাদী সিন্ডিকেট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। তাঁরা গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশীয় পণ্যের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
১২ দলীয় জোটের আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানসহ বিভিন্ন দলের নেতারা।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটু।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তাদের সংস্কার করার যোগ্যতা নেই। দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার অভিযোগ করেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যা দেশের শিল্পকারখানার জন্য ধ্বংসাত্মক হবে। শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের উচিত এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকা।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন ও সুস্থতা কামনা করছেন এবং যাঁরা তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছেন, তাঁদের ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না।
জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা ও নিত্যপণ্যের বাজারে কোনো শৃঙ্খলা আনতে পারেনি। তিনি ২০২৫ সালের জুনের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে।’
জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, পাঁচ মাসেও অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের সময় যেমন জনগণের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বর্তমান সরকারও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। দেশের সংকট সমাধানে দ্রুত সংসদ নির্বাচন জরুরি।
সমাবেশে অন্য বক্তারা ফ্যাসিবাদী সিন্ডিকেট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। তাঁরা গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশীয় পণ্যের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
১২ দলীয় জোটের আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানসহ বিভিন্ন দলের নেতারা।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটু।
প্রত্যেক জেলায় নেতা–কর্মীদের রাজনীতির প্রশিক্ষণ দেওয়া দরকার বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে স্লোগান, বক্তৃতা, সভা সঞ্চালনা ইত্যাদি বিষয়ে নেতা–কর্মীদের ধারণা দেওয়ার প্রয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
১৯ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে ২৭ জনকে বিভিন্ন বিভাগের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী পরিষদের ৬০ জনের মধ্যে ৪৬ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
১৯ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের পর গণতন্ত্র সুপ্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার সংগ্রাম অগ্রসর করার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার জন-জীবনের সংকট দূর করতে পারছে না। আগের অর্থনৈতিক ব্যবস্থা বহাল রেখেই আরও ভ্যাট-ট্যাক্স চাপিয়ে দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তু
২১ ঘণ্টা আগেখালেদা জিয়া এবং শেখ হাসিনার রাজনীতিতে আসার পটভূমি ছিল একেবারে ভিন্ন। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর এক বাঙালি কর্মকর্তার স্ত্রী। আর শেখ হাসিনা ছিলেন পাকিস্তান–বিরোধী আন্দোলনের অগ্রগামী নেতা শেখ মুজিবের মেয়ে। কিন্তু ১৯৮৪ সালে এ দুই নেত্রী তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের বিরোধিতায় গঠিত দুটি র
১ দিন আগে