আজকের পত্রিকা ডেস্ক

দেশে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি, সে চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’
বৈষম্য দূর করতে তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে আমাদের কোনো বিভেদ নেই। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। হঠকারিতা করে, ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেটা আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে।’
নির্বাচনের পরে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় জানিয়ে ফখরুল বলেন, ‘সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছে তারা অবশ্যই এটা ভাববেন ও চিন্তা করবেন। তারা তাদের যে মতামত সেটা দেবেন।’
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সংস্কারের কথা আগেই বলেছি। আবারও বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটা ভুল বোঝানোর চেষ্টা করেন যে, আমরা সংস্কারের আগে নির্বাচন চাই, নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা কিন্তু সেটা না। এটা বুঝতে হবে—আমরা যে বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে, নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি হবে বৃহৎ, যে সরকার থাকবে, সংসদ থাকবে অনেক কিছু শক্তিশালী হবে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেইগুলো দূর হয়ে যাব।’
বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি। এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে। আমরা একটা পথ খুঁজে পাব, নির্বাচনে মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
প্রথম কাউন্সিলের মাধ্যমে এবি পার্টির চেয়ারম্যান হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান। নতুন নেতৃত্বকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
২০২০ সালের ২ মে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে এবি পার্টির যাত্রা শুরু হয়।
এবি পার্টির আহ্বায়ক আবদুল ওহাব মিনারের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় কাউন্সিলে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এলডিপির রেদোয়ান আহমেদ, গণফোরামের সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন্দ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের রাশেদ খান, এনডিএমের ববি হাজ্জাজসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

দেশে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি, সে চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’
বৈষম্য দূর করতে তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে আমাদের কোনো বিভেদ নেই। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। হঠকারিতা করে, ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেটা আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে।’
নির্বাচনের পরে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় জানিয়ে ফখরুল বলেন, ‘সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছে তারা অবশ্যই এটা ভাববেন ও চিন্তা করবেন। তারা তাদের যে মতামত সেটা দেবেন।’
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সংস্কারের কথা আগেই বলেছি। আবারও বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটা ভুল বোঝানোর চেষ্টা করেন যে, আমরা সংস্কারের আগে নির্বাচন চাই, নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা কিন্তু সেটা না। এটা বুঝতে হবে—আমরা যে বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে, নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি হবে বৃহৎ, যে সরকার থাকবে, সংসদ থাকবে অনেক কিছু শক্তিশালী হবে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেইগুলো দূর হয়ে যাব।’
বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি। এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে। আমরা একটা পথ খুঁজে পাব, নির্বাচনে মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
প্রথম কাউন্সিলের মাধ্যমে এবি পার্টির চেয়ারম্যান হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান। নতুন নেতৃত্বকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
২০২০ সালের ২ মে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে এবি পার্টির যাত্রা শুরু হয়।
এবি পার্টির আহ্বায়ক আবদুল ওহাব মিনারের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় কাউন্সিলে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এলডিপির রেদোয়ান আহমেদ, গণফোরামের সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন্দ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের রাশেদ খান, এনডিএমের ববি হাজ্জাজসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১০ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১১ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১১ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১১ ঘণ্টা আগে