নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘আজকে সোনার বাংলা একটা ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে। এই ডামি সোনার বাংলায় আসলের বদলে নকল সোনা। খুব সহজ বাংলায় বলতে গেলে-সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
মঈন খান বলেন, ‘যে বাংলাদেশের জন্য লাখ-লাখ মানুষ জীবন দিয়েছিল, আমরা তাঁদের কাছে কী জবাব দেব? এই সোনার বাংলার কথা আওয়ামী লীগ যা বলেছে আগে, তাঁরা কি জবাব দেবে? মুখে গণতন্ত্রের কথা বলে, সোনার বাংলার কথা বলে আওয়ামী লীগ যদি মনে করে থাকে তাঁরা ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আজকে এই সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তাঁরা যদি মনে করে থাকে যে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তাঁরা জনগণের টুটি চেপে ধরে ক্ষমতায় থাকবে, সেটা ভুল। কোনো অপশাসন চিরদিনের জন্য চেপে থাকতে পারে না। বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তাদের কোনো মূল্য নেই।’
দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতারা তাঁদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতায় আবারও প্রমাণিত হয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয় বরং পদতলে বসে মোসাহেবি করেছে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘আজকে সোনার বাংলা একটা ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে। এই ডামি সোনার বাংলায় আসলের বদলে নকল সোনা। খুব সহজ বাংলায় বলতে গেলে-সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।
মঈন খান বলেন, ‘যে বাংলাদেশের জন্য লাখ-লাখ মানুষ জীবন দিয়েছিল, আমরা তাঁদের কাছে কী জবাব দেব? এই সোনার বাংলার কথা আওয়ামী লীগ যা বলেছে আগে, তাঁরা কি জবাব দেবে? মুখে গণতন্ত্রের কথা বলে, সোনার বাংলার কথা বলে আওয়ামী লীগ যদি মনে করে থাকে তাঁরা ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আজকে এই সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তাঁরা যদি মনে করে থাকে যে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তাঁরা জনগণের টুটি চেপে ধরে ক্ষমতায় থাকবে, সেটা ভুল। কোনো অপশাসন চিরদিনের জন্য চেপে থাকতে পারে না। বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তাদের কোনো মূল্য নেই।’
দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতারা তাঁদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতায় আবারও প্রমাণিত হয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয় বরং পদতলে বসে মোসাহেবি করেছে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৯ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৯ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
১০ ঘণ্টা আগে