নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ঘটনার জন্য সরকারি সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ‘ভবন-কারখানাগুলো ঠিকভাবে চলছে কি না, নিয়ম মানছে কি না, সেগুলো দেখার দায়িত্ব যেসব সংস্থার, তাদের ব্যর্থতার কারণে এমন প্রাণহানি ঘটছে।’
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও গণতান্ত্রিক বাম ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এই বিষয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রশ্ন হচ্ছে, এই বিস্ফোরণগুলো ঘটছে কেন, বিস্ফোরণের কারণ কী? এগুলোর সঠিক অনুসন্ধান প্রয়োজন।’
পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার অসৎ উদ্দেশ্য নিয়ে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে। গণতান্ত্রিক অধিকার আদায়ে দলগুলো সোচ্চার হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। গণতান্ত্রিক আন্দোলনকে বিভ্রান্ত করতে সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হচ্ছে।’
এ সময় সম্প্রতি ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তা বাতিলের দাবি জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বদনাম কুড়ানো আদানি গ্রুপের সঙ্গে জনগণের স্বার্থবিরোধী চুক্তি করা হয়েছে। আদানির সঙ্গে এসব চুক্তি বাতিল করতে হবে।’
গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির সভার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অনেকগুলো দল ও জোটের সঙ্গে আলোচনা হচ্ছে। গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গেও পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।’
এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সরকার পতনের যুগপৎ আন্দোলনের আগামী কর্মসূচি একসঙ্গে পালন করা হবে।’
লিয়াজোঁ কমিটির সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ঘটনার জন্য সরকারি সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ‘ভবন-কারখানাগুলো ঠিকভাবে চলছে কি না, নিয়ম মানছে কি না, সেগুলো দেখার দায়িত্ব যেসব সংস্থার, তাদের ব্যর্থতার কারণে এমন প্রাণহানি ঘটছে।’
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও গণতান্ত্রিক বাম ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এই বিষয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রশ্ন হচ্ছে, এই বিস্ফোরণগুলো ঘটছে কেন, বিস্ফোরণের কারণ কী? এগুলোর সঠিক অনুসন্ধান প্রয়োজন।’
পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার অসৎ উদ্দেশ্য নিয়ে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে। গণতান্ত্রিক অধিকার আদায়ে দলগুলো সোচ্চার হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। গণতান্ত্রিক আন্দোলনকে বিভ্রান্ত করতে সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হচ্ছে।’
এ সময় সম্প্রতি ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তা বাতিলের দাবি জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বদনাম কুড়ানো আদানি গ্রুপের সঙ্গে জনগণের স্বার্থবিরোধী চুক্তি করা হয়েছে। আদানির সঙ্গে এসব চুক্তি বাতিল করতে হবে।’
গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির সভার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অনেকগুলো দল ও জোটের সঙ্গে আলোচনা হচ্ছে। গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গেও পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।’
এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সরকার পতনের যুগপৎ আন্দোলনের আগামী কর্মসূচি একসঙ্গে পালন করা হবে।’
লিয়াজোঁ কমিটির সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
৪ ঘণ্টা আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে