নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত আবেদনের শুনানির পর আজ মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির।
এদিকে এই জামিনের ফলে তাঁদের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। তবে এই জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। শুনানিতে আরও উপস্থিত ছিলেন এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, রুহুল কুদ্দুস কাজলসহ শতাধিক বিএনপিপন্থী আইনজীবী।
বিচারিক আদালতে চার দফায় জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর উচ্চ আদালতে জামিন আবেদন করেন বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতা। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁদের পক্ষে এ জামিন আবেদন করা হয়।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাঁদের বাসভবন থেকে নিয়ে যায় ডিবি। ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাঁদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত আবেদনের শুনানির পর আজ মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির।
এদিকে এই জামিনের ফলে তাঁদের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। তবে এই জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। শুনানিতে আরও উপস্থিত ছিলেন এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, রুহুল কুদ্দুস কাজলসহ শতাধিক বিএনপিপন্থী আইনজীবী।
বিচারিক আদালতে চার দফায় জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর উচ্চ আদালতে জামিন আবেদন করেন বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতা। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁদের পক্ষে এ জামিন আবেদন করা হয়।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাঁদের বাসভবন থেকে নিয়ে যায় ডিবি। ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাঁদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের মতো ‘ভারসাম্যহীন’ নির্বাচন হলে সেই নির্বাচন তাঁরা মেনে নেবেন না।
১ ঘণ্টা আগে
এনসিপির দুই প্রার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ করা হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যে শোকজ দেওয়া হয়েছে, সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে।
১ ঘণ্টা আগে
প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। মনোনয়নপত্র বাতিল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজ সোমবার এই রিট করেন তিনি।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক মহল গভীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। আজ সোমবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।
৩ ঘণ্টা আগে