নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের মানসিকতার রঙে রঞ্জিত লোকদের দিয়েই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সোমবার তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
নবগঠিত ইসিকে ‘প্রধানমন্ত্রীর কিচেন কমিশন’ হিসেবে আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচন কমিশন গঠন হলেই কি আর না হলেই বা কি? ভোট তো করবে ডিসি-এসপিরা। আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর ক্ষমতায় যে কমিশন গঠন করা হয়েছে, এটা তো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন। এর বাইরে কোনো ভূমিকা তারা রাখতে পারবে না।’
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, ‘বর্তমান সরকার তো ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছে। যে সরকারের জবাবদিহি থাকে না, যে সরকার ভোটারবিহীন সরকার, তারা তো সাধারণ মানুষ বাঁচল কি মরল, সেটা নিয়ে কখনই ভ্রুক্ষেপ করে না। এটা কখনই তারা বিবেচনায় নিয়ে আসে না। যে কারণে আজকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন, তাদের নাভিশ্বাস উঠেছে। শ্বাসনালিকে একেবারে টেনে ধরা হয়েছে।’
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটকে দায়ী করে রিজভী বলেন, ‘জনগণের টাকা লুটের অংশ হিসেবে বাজারে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য আওয়ামী লীগের বাজার সিন্ডিকেট দায়ী। আজকে যদি সত্যিকারের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় থাকত, এসব হতো না।’

আওয়ামী লীগের মানসিকতার রঙে রঞ্জিত লোকদের দিয়েই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সোমবার তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
নবগঠিত ইসিকে ‘প্রধানমন্ত্রীর কিচেন কমিশন’ হিসেবে আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচন কমিশন গঠন হলেই কি আর না হলেই বা কি? ভোট তো করবে ডিসি-এসপিরা। আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর ক্ষমতায় যে কমিশন গঠন করা হয়েছে, এটা তো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন। এর বাইরে কোনো ভূমিকা তারা রাখতে পারবে না।’
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, ‘বর্তমান সরকার তো ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছে। যে সরকারের জবাবদিহি থাকে না, যে সরকার ভোটারবিহীন সরকার, তারা তো সাধারণ মানুষ বাঁচল কি মরল, সেটা নিয়ে কখনই ভ্রুক্ষেপ করে না। এটা কখনই তারা বিবেচনায় নিয়ে আসে না। যে কারণে আজকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন, তাদের নাভিশ্বাস উঠেছে। শ্বাসনালিকে একেবারে টেনে ধরা হয়েছে।’
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটকে দায়ী করে রিজভী বলেন, ‘জনগণের টাকা লুটের অংশ হিসেবে বাজারে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য আওয়ামী লীগের বাজার সিন্ডিকেট দায়ী। আজকে যদি সত্যিকারের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় থাকত, এসব হতো না।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’ আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
২ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ প্রায় ৩০ দেশের প্রতিনিধি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এই সামিট শুরু হয়।
৩ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা।
৩ ঘণ্টা আগে