নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের মানসিকতার রঙে রঞ্জিত লোকদের দিয়েই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সোমবার তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
নবগঠিত ইসিকে ‘প্রধানমন্ত্রীর কিচেন কমিশন’ হিসেবে আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচন কমিশন গঠন হলেই কি আর না হলেই বা কি? ভোট তো করবে ডিসি-এসপিরা। আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর ক্ষমতায় যে কমিশন গঠন করা হয়েছে, এটা তো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন। এর বাইরে কোনো ভূমিকা তারা রাখতে পারবে না।’
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, ‘বর্তমান সরকার তো ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছে। যে সরকারের জবাবদিহি থাকে না, যে সরকার ভোটারবিহীন সরকার, তারা তো সাধারণ মানুষ বাঁচল কি মরল, সেটা নিয়ে কখনই ভ্রুক্ষেপ করে না। এটা কখনই তারা বিবেচনায় নিয়ে আসে না। যে কারণে আজকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন, তাদের নাভিশ্বাস উঠেছে। শ্বাসনালিকে একেবারে টেনে ধরা হয়েছে।’
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটকে দায়ী করে রিজভী বলেন, ‘জনগণের টাকা লুটের অংশ হিসেবে বাজারে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য আওয়ামী লীগের বাজার সিন্ডিকেট দায়ী। আজকে যদি সত্যিকারের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় থাকত, এসব হতো না।’

আওয়ামী লীগের মানসিকতার রঙে রঞ্জিত লোকদের দিয়েই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সোমবার তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
নবগঠিত ইসিকে ‘প্রধানমন্ত্রীর কিচেন কমিশন’ হিসেবে আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচন কমিশন গঠন হলেই কি আর না হলেই বা কি? ভোট তো করবে ডিসি-এসপিরা। আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর ক্ষমতায় যে কমিশন গঠন করা হয়েছে, এটা তো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন। এর বাইরে কোনো ভূমিকা তারা রাখতে পারবে না।’
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, ‘বর্তমান সরকার তো ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছে। যে সরকারের জবাবদিহি থাকে না, যে সরকার ভোটারবিহীন সরকার, তারা তো সাধারণ মানুষ বাঁচল কি মরল, সেটা নিয়ে কখনই ভ্রুক্ষেপ করে না। এটা কখনই তারা বিবেচনায় নিয়ে আসে না। যে কারণে আজকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন, তাদের নাভিশ্বাস উঠেছে। শ্বাসনালিকে একেবারে টেনে ধরা হয়েছে।’
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটকে দায়ী করে রিজভী বলেন, ‘জনগণের টাকা লুটের অংশ হিসেবে বাজারে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য আওয়ামী লীগের বাজার সিন্ডিকেট দায়ী। আজকে যদি সত্যিকারের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় থাকত, এসব হতো না।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৬ ঘণ্টা আগে