সম্পাদকীয়

ঝাল খাবারের প্রতি বাঙালির অকৃত্রিম ভালোবাসা রয়েছে, এ কথা স্বীকার করতেই হয়। সে জন্য কাঁচা মরিচ বাঙালির রান্নায় একটি অপরিহার্য উপকরণ, অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় জিনিস। অথচ হঠাৎ করেই বাজারে কাঁচা মরিচের দাম চার-পাঁচ গুণ বেড়ে গেছে।
এক কেজি কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২২০ টাকায় উঠেছে। দাম বাড়ার এই প্রবণতা কত দিন থাকবে, তা অনিশ্চিত। মরিচ প্রতিদিনের রান্নার একটি প্রয়োজনীয় উপকরণ হওয়ায় ক্রেতারা দারুণ সমস্যায় পড়েছেন। মানুষের আয়-উপার্জন করোনার জন্য কমে গেছে। অথচ ব্যয় বাড়ছে নানা উপলক্ষেই। কাঁচা মরিচের বাজার হঠাৎ অস্থির হয়ে উঠল কেন?
সাধারণত চাহিদার তুলনায় উৎপাদন বা সরবরাহ কম হলে দাম বাড়ানোর একটি প্রবণতা আমাদের দেশের কিছু পাইকারি, এমনকি খুচরা ব্যবসায়ীর মধ্যে দেখা যায়। মুনাফা লোটার উদ্দেশ্যই এর পেছনে কাজ করে। নিত্য দরকারি জিনিসপত্রের দাম কৃত্রিম উপায়ে বাড়িয়ে মুনাফা হাতানো আমাদের দেশে
সহজ। কারণ, ক্রেতা বা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কারও কোনো সংগঠিত উদ্যোগ থাকে না। অন্যদিকে মুনাফা শিকারিরা সিন্ডিকেটের মাধ্যমে সংগঠিত।
বলা হচ্ছে, সম্প্রতি অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাজারে কাঁচা মরিচের সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে না। তাহলে? এই প্রশ্নের জবাব যাঁদের দেওয়ার কথা, তাঁরা এসব ক্ষেত্রে মুখে কুলুপ এঁটে থাকেন।
এটা বলার সুযোগ নেই যে কাঁচা মরিচ এমন কী দরকারি জিনিস যে বেশি দাম দিয়েই তা কিনতে হবে? কাঁচা মরিচ রান্নার একটি আবশ্যিক উপকরণ। মরিচে ক্যালরির পরিমাণ কম। তবে ভিটামিন, খনিজ, আঁশ ও অ্যান্টি-অক্সিডেন্ট প্রচুর রয়েছে। যথেষ্ট ভিটামিন ও ফসফরাস থাকে।
মরিচ মেটাবলিজম রেট বৃদ্ধি, ক্ষুধা কমানো ও অতিরিক্ত চর্বি গলানোর মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখে। সবুজ মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে। তা ছাড়া ঠান্ডা ও সাইনাসজনিত সমস্যা মোকাবিলায়ও সহায়তা করে কাঁচা মরিচ।
বাংলাদেশে মরিচ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কাঁচা ও শুকনা উভয় অবস্থায়ই মরিচের ব্যাপক চাহিদা। আমাদের দেশে মরিচ ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। গ্রামাঞ্চলে পান্তা ভাতের সঙ্গে কাঁচা মরিচ একটি অত্যন্ত মুখরোচক খাবার। তরকারি ও ভর্তা-ভাজির এক অপরিহার্য উপকরণ কাঁচা অথবা শুকনা মরিচ। মরিচ ছাড়া ভর্তার কথা কি ভাবা যায়?
দেশের প্রায় সব অঞ্চলেই কাঁচা মরিচের চাষ হয়। তবে চরাঞ্চলে উৎপাদন বেশি হয়। উত্তরাঞ্চল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বাণিজ্যিকভাবে মরিচের আবাদ হয়। বাংলাদেশের আবহাওয়া মরিচ চাষের জন্য অত্যন্ত অনুকূল। বীজ বপনের তিন মাসের মধ্যেই মরিচগাছে ফলন আসে। তবে এটা ঠিক যে অন্য ফসল বা সবজির চেয়ে মরিচ চাষে উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি।
সরকারের উচিত, বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া। উৎপাদক কৃষক কিন্তু বেশি দাম পাচ্ছেন না। ভোক্তাদের পকেট কেটে কিছু ব্যবসায়ীর পকেট ভারী করার কোনো মানে হয় না।

ঝাল খাবারের প্রতি বাঙালির অকৃত্রিম ভালোবাসা রয়েছে, এ কথা স্বীকার করতেই হয়। সে জন্য কাঁচা মরিচ বাঙালির রান্নায় একটি অপরিহার্য উপকরণ, অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় জিনিস। অথচ হঠাৎ করেই বাজারে কাঁচা মরিচের দাম চার-পাঁচ গুণ বেড়ে গেছে।
এক কেজি কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২২০ টাকায় উঠেছে। দাম বাড়ার এই প্রবণতা কত দিন থাকবে, তা অনিশ্চিত। মরিচ প্রতিদিনের রান্নার একটি প্রয়োজনীয় উপকরণ হওয়ায় ক্রেতারা দারুণ সমস্যায় পড়েছেন। মানুষের আয়-উপার্জন করোনার জন্য কমে গেছে। অথচ ব্যয় বাড়ছে নানা উপলক্ষেই। কাঁচা মরিচের বাজার হঠাৎ অস্থির হয়ে উঠল কেন?
সাধারণত চাহিদার তুলনায় উৎপাদন বা সরবরাহ কম হলে দাম বাড়ানোর একটি প্রবণতা আমাদের দেশের কিছু পাইকারি, এমনকি খুচরা ব্যবসায়ীর মধ্যে দেখা যায়। মুনাফা লোটার উদ্দেশ্যই এর পেছনে কাজ করে। নিত্য দরকারি জিনিসপত্রের দাম কৃত্রিম উপায়ে বাড়িয়ে মুনাফা হাতানো আমাদের দেশে
সহজ। কারণ, ক্রেতা বা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কারও কোনো সংগঠিত উদ্যোগ থাকে না। অন্যদিকে মুনাফা শিকারিরা সিন্ডিকেটের মাধ্যমে সংগঠিত।
বলা হচ্ছে, সম্প্রতি অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাজারে কাঁচা মরিচের সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে না। তাহলে? এই প্রশ্নের জবাব যাঁদের দেওয়ার কথা, তাঁরা এসব ক্ষেত্রে মুখে কুলুপ এঁটে থাকেন।
এটা বলার সুযোগ নেই যে কাঁচা মরিচ এমন কী দরকারি জিনিস যে বেশি দাম দিয়েই তা কিনতে হবে? কাঁচা মরিচ রান্নার একটি আবশ্যিক উপকরণ। মরিচে ক্যালরির পরিমাণ কম। তবে ভিটামিন, খনিজ, আঁশ ও অ্যান্টি-অক্সিডেন্ট প্রচুর রয়েছে। যথেষ্ট ভিটামিন ও ফসফরাস থাকে।
মরিচ মেটাবলিজম রেট বৃদ্ধি, ক্ষুধা কমানো ও অতিরিক্ত চর্বি গলানোর মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখে। সবুজ মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে। তা ছাড়া ঠান্ডা ও সাইনাসজনিত সমস্যা মোকাবিলায়ও সহায়তা করে কাঁচা মরিচ।
বাংলাদেশে মরিচ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কাঁচা ও শুকনা উভয় অবস্থায়ই মরিচের ব্যাপক চাহিদা। আমাদের দেশে মরিচ ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। গ্রামাঞ্চলে পান্তা ভাতের সঙ্গে কাঁচা মরিচ একটি অত্যন্ত মুখরোচক খাবার। তরকারি ও ভর্তা-ভাজির এক অপরিহার্য উপকরণ কাঁচা অথবা শুকনা মরিচ। মরিচ ছাড়া ভর্তার কথা কি ভাবা যায়?
দেশের প্রায় সব অঞ্চলেই কাঁচা মরিচের চাষ হয়। তবে চরাঞ্চলে উৎপাদন বেশি হয়। উত্তরাঞ্চল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বাণিজ্যিকভাবে মরিচের আবাদ হয়। বাংলাদেশের আবহাওয়া মরিচ চাষের জন্য অত্যন্ত অনুকূল। বীজ বপনের তিন মাসের মধ্যেই মরিচগাছে ফলন আসে। তবে এটা ঠিক যে অন্য ফসল বা সবজির চেয়ে মরিচ চাষে উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি।
সরকারের উচিত, বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া। উৎপাদক কৃষক কিন্তু বেশি দাম পাচ্ছেন না। ভোক্তাদের পকেট কেটে কিছু ব্যবসায়ীর পকেট ভারী করার কোনো মানে হয় না।

‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’ প্রবাদটিই যেন সত্যে প্রমাণিত হতে চলেছে খুলনা নগরের উপকণ্ঠে রূপসা সেতুর নিকটবর্তী মাথাভাঙ্গা মৌজার ৩২টি দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মানুষের কাছে। কারণ, এখানে বসবাসরত পরিবারগুলোর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জায়গাটি একসময় বিরান ভূমি ছিল।
১০ ঘণ্টা আগে
নির্বাচনের আমেজে ভাসছে দেশ। তারপরও কেমন যেন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। কী হবে সামনে, তা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তকও নির্দ্বিধায় কোনো মন্তব্য করতে পারবেন বলে মনে হয় না। নির্বাচন কি সেই হতাশাজনক পরিস্থিতিকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে?
১০ ঘণ্টা আগে
জানুয়ারি মাস চলছে নতুন বছরের। আর ২৭ দিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দাবি, এই নির্বাচন হবে ইতিহাসের অন্যতম একটা গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু তো বটেই। তাদের আরও দাবি হলো, বিগত ১৭ বছরে যা হয়নি এক বছর কয়েক মাসে সেটা করে দেখিয়েছে অন্তর্বর্তী সরকার।
১১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের ঘটনার পর প্রশ্ন ওঠে—দেশের কোথায় আজ নারীরা নিরাপদ? শুধু কি নারী? কোন কারণে কোথায় কে কখন হবেন গণপিটুনির শিকার, কাকে রাস্তায় ধরে কারও দোসর নাম দিয়ে হত্যা করা হবে, তা নিয়ে শঙ্কিত দেশের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যখন কোথাও...
১ দিন আগে