সেলিম জাহান

যখন বেরিয়েছিল তারা—মেয়েটি ও ছেলেটি, তখনই তাদের মনে হয়েছে যে বর্ষা নামতে পারে। তাই ঘর থেকে বেরিয়েই ছেলেটি আকাশের দিকে তাকায়, আর মেয়েটি ছেলেটির মুখের দিকে একটি দুষ্টু হাসি হেসে হাতের সুদৃশ্য ছাতাটি দুলিয়ে দেয়। মিষ্টি নকশার ছাতাটি দুলে ওঠে এক ‘মায়াবী পর্দার’ মতো। ছেলেটি হেসে ওঠে, তারপর মেয়েটির নরম ছোট্ট হাতটি ধরে বড় মায়ায়, খুব প্রিয় তার মেয়েটির হাত দুটো।
নদীর পাড়ের রাস্তায় পা দিয়েই দুজনেই বুঝতে পারল, এই বাদলার দিনে জল ফুলে উঠেছে নদীর—উত্তুঙ্গ জলপ্রবাহ বলা চলে। মেয়েটি ছাতা খুলে দেয়, তারপর ঘন হয়ে সরে আসে ছেলেটির দিকে। মৃদুকণ্ঠে গল্প করতে করতে এগোয় দুজনে, মাঝেমধ্যে শোনা যায় তাদের উচ্চকিত হাসির শব্দ। সে হাসিতে চাপা পড়ে যায় পাড়ে ভেঙে পড়া ঢেউয়ের শব্দ, গাংচিলদের ডাক, পাশ দিয়ে যাওয়া মানুষদের কথা।
পথের একটি বাঁকে এসে মেয়েটি আবদার করে, তার ছবি তুলতে হবে। মুঠোফোনে উঠে আসে একের পর এক ছবি, মেয়েটি পাশ ফিরে তাকিয়ে আছে, ঝুঁকে নদী দেখছে, গভীর মায়ায় তাকাচ্ছে ছেলেটির দিকে, ছাতা খুলে ছত্রপতি সেজেছে। ছেলেটির হাত থেকে মুঠোফোন কেড়ে নিয়ে মেয়েটি ছবি তোলে নানান ভঙ্গিতে ছেলেটির। সবই মুঠোফোন বন্দী হয়।
আর তখনই হুড়মুড়িয়ে বৃষ্টি নামে। দৌড় ... দৌড় ... দৌড়! দুজনে একে অন্যের হাত ধরে দুটি আনন্দিত শিশুর মতো দৌড় দেয়, ছাতার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে। বৃষ্টির বড় বড় ফোঁটা দুজনার মাথায়, জামা-জুতো ভিজে একশা, পিঠের ব্যাগও অক্ষত নেই। হঠাৎ দেখা যায়, নদীর পাড়ে বড় বড় ঝোপ চাঁদোয়ার মতো চারদিক ঘিরে রয়েছে, আর তার নিচে? অবিশ্বাস্য! তার নিচে কাঠের হেলান দেওয়া একটি বেঞ্চি! কোথায় লাগে এর কাছে স্বর্গ!
ঝোপের নিচে ঢুকে পড়ে দুজনে। ছোট ছোট ডাল, পাতা নাকে-মুখে এসে লাগে তাদের। মেয়েটি তার ব্যাগ খুলে রুমাল বার করে, ছেলেটি তার মাথা নোয়ায়। মেয়েটি ছেলেটির মাথা মুছে দেয় পরম মমতায়। ছেলেটির বড্ড ঠান্ডা লাগার ভয়। বসে পড়ে দুজনেই বেঞ্চিতে। ছেলেটি তার পিঠের ব্যাগ খুলতে থাকে। মেয়েটি ছেলেটির হাতের ওপর দিয়ে ঝুঁকে পরম ঔৎসুক্যে তাকায়। কী বের করবে ছেলেটি? বেরুলো একটি বোতলে তরমুজের রস, একটি ঢাকা দেওয়া বাটিতে কাটা ফল, যত্ন করে গোছানো ন্যাপকিন আর চামচ। মেয়েটির চোখে-মুখে একটি নরম ভালোবাসার ছায়া নামে—এত ভেবেচিন্তে এতসব কিছু করেছে ছেলেটি! কেন জানি, তার চোখ ভিজে আসে।
তারপর এ বাদলা দিনে ওই ঝোপের নিচে শুরু হয়ে যায় তাদের পিকনিক। খেতে খেতে কত গল্প। মেয়েটি খাবার তুলে দেয় ছেলেটির মুখে। তার ভারী ভালো লাগে ছেলেটিকে খাইয়ে দিতে। ছেলেটি একসময় মায়াময়ভাবে কাছে টানে মেয়েটিকে। মেয়েটি তার মাথাটি নামিয়ে দেয় ছেলেটির ঘাড়ে। ছেলেটি তার অত্যন্ত প্রিয় মেয়েটির ছোট্ট নরম হাত দুটো তুলে নেয় নিজের হাতে। ‘এমন বিকেল আমি কখনো ভুলে যাব না। বড় সাধ ছিল, তোর সঙ্গে বর্ষায় বেড়াই’—মৃদুস্বরে মেয়েটি বলে। ছেলেটি কিছু বলে না, শুধু মেয়েটিকে টেনে নেয় বুকের মাঝে।
তারপর একসময় কথা থামে তাদের। টুপটুপ করে জল পড়ার শব্দ শোনা যায় ঝোপের পাতায়-পাতায়। বৃষ্টিভেজা দুটি শালিক তাদের পায়ের কাছে হুটোপুটি করে খাদ্যদানার আশায়। ছেলেটি আকাশের দিকে তাকায়। মেয়েটির দৃষ্টি নদীর দিকে। মেয়েটির মনে পড়ে যায়, গত বছর কোনো এক গ্রীষ্মের রাতে তারা দুজনে বেরিয়েছিল নদীর তীরে হাঁটতে। মন খারাপ ছিল দুজনারই। পরের দিন দূরে কোথায় যেন চলে যাওয়ার কথা ছিল তার। শরীরও ভালো ছিল না। তাই বেশি দূর হেঁটে যায়নি ওরা। মেয়েটির মনে পড়ে, ছেলেটি একের পর এক তাকে গান শুনিয়েছিল।
আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ছেলেটির মনে পড়ে কয়েক দিন আগেও এই নদীর তীর ধরে দুজনে হেঁটে গেছে, তারপর বসেছে নদীর মধ্যে পাটাতন দেওয়া মঞ্চটির মধ্যে। সন্ধ্যার বাতি জ্বলেছিল। সে নিয়ে এসেছিল কাছের দোকান থেকে দুই মগ কফি। ঘনায়মান সন্ধ্যা, নদী তীরের বাতি, অন্ধকারে জলের ঢেউয়ের শব্দ—কি যে ভালো লেগেছিল তাদের! তাকিয়ে ছিল সে একদৃষ্টিতে মেয়েটির দিকে। তার শুধু মনে হয়েছিল, এত সুন্দর মানুষও হয়। বহুক্ষণ তারা সেখানে বসে ছিল এক অদ্ভুত আবেশে।
দুজনেই বিভোর হয়ে ছিল দুজনার চিন্তায়। একসময়ে দুজনেই হঠাৎ করে খেয়াল করে, কখন যেন বর্ষা থেমে গেছে। এবার ফেরার পালা। ধীর পায়ে উঠে পড়ে তারা, নরম চোখে তাকায় একে অন্যের দিকে। মৃদু হাসে। হাতে হাত রাখে। কাল মেয়েটি আবার চলে যাবে দূরে। মেয়েটির মনে হয়, ‘আবার কি কখনো আসবে তারা এখানে?’ ছেলেটি ভাবে, ‘এমন সন্ধ্যা আর কি কখনো হবে?’ পা বাড়ায় তারা সামনের দিকে। দূরে কোথায় যেন হালকা শব্দে বাজতে থাকে—
‘একদিন বৃষ্টিতে বিকেলে,
থাকবে না সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়,
ভিজে যাবে চটি, জামা, মাথা।
থাকবে না রাস্তায় গাড়ি-ঘোড়া,
দোকানপাট সব বন্ধ।
শুধু তোমার আমার হৃদয়ের
ভিজে মাটির সোঁদা গন্ধ।’

যখন বেরিয়েছিল তারা—মেয়েটি ও ছেলেটি, তখনই তাদের মনে হয়েছে যে বর্ষা নামতে পারে। তাই ঘর থেকে বেরিয়েই ছেলেটি আকাশের দিকে তাকায়, আর মেয়েটি ছেলেটির মুখের দিকে একটি দুষ্টু হাসি হেসে হাতের সুদৃশ্য ছাতাটি দুলিয়ে দেয়। মিষ্টি নকশার ছাতাটি দুলে ওঠে এক ‘মায়াবী পর্দার’ মতো। ছেলেটি হেসে ওঠে, তারপর মেয়েটির নরম ছোট্ট হাতটি ধরে বড় মায়ায়, খুব প্রিয় তার মেয়েটির হাত দুটো।
নদীর পাড়ের রাস্তায় পা দিয়েই দুজনেই বুঝতে পারল, এই বাদলার দিনে জল ফুলে উঠেছে নদীর—উত্তুঙ্গ জলপ্রবাহ বলা চলে। মেয়েটি ছাতা খুলে দেয়, তারপর ঘন হয়ে সরে আসে ছেলেটির দিকে। মৃদুকণ্ঠে গল্প করতে করতে এগোয় দুজনে, মাঝেমধ্যে শোনা যায় তাদের উচ্চকিত হাসির শব্দ। সে হাসিতে চাপা পড়ে যায় পাড়ে ভেঙে পড়া ঢেউয়ের শব্দ, গাংচিলদের ডাক, পাশ দিয়ে যাওয়া মানুষদের কথা।
পথের একটি বাঁকে এসে মেয়েটি আবদার করে, তার ছবি তুলতে হবে। মুঠোফোনে উঠে আসে একের পর এক ছবি, মেয়েটি পাশ ফিরে তাকিয়ে আছে, ঝুঁকে নদী দেখছে, গভীর মায়ায় তাকাচ্ছে ছেলেটির দিকে, ছাতা খুলে ছত্রপতি সেজেছে। ছেলেটির হাত থেকে মুঠোফোন কেড়ে নিয়ে মেয়েটি ছবি তোলে নানান ভঙ্গিতে ছেলেটির। সবই মুঠোফোন বন্দী হয়।
আর তখনই হুড়মুড়িয়ে বৃষ্টি নামে। দৌড় ... দৌড় ... দৌড়! দুজনে একে অন্যের হাত ধরে দুটি আনন্দিত শিশুর মতো দৌড় দেয়, ছাতার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে। বৃষ্টির বড় বড় ফোঁটা দুজনার মাথায়, জামা-জুতো ভিজে একশা, পিঠের ব্যাগও অক্ষত নেই। হঠাৎ দেখা যায়, নদীর পাড়ে বড় বড় ঝোপ চাঁদোয়ার মতো চারদিক ঘিরে রয়েছে, আর তার নিচে? অবিশ্বাস্য! তার নিচে কাঠের হেলান দেওয়া একটি বেঞ্চি! কোথায় লাগে এর কাছে স্বর্গ!
ঝোপের নিচে ঢুকে পড়ে দুজনে। ছোট ছোট ডাল, পাতা নাকে-মুখে এসে লাগে তাদের। মেয়েটি তার ব্যাগ খুলে রুমাল বার করে, ছেলেটি তার মাথা নোয়ায়। মেয়েটি ছেলেটির মাথা মুছে দেয় পরম মমতায়। ছেলেটির বড্ড ঠান্ডা লাগার ভয়। বসে পড়ে দুজনেই বেঞ্চিতে। ছেলেটি তার পিঠের ব্যাগ খুলতে থাকে। মেয়েটি ছেলেটির হাতের ওপর দিয়ে ঝুঁকে পরম ঔৎসুক্যে তাকায়। কী বের করবে ছেলেটি? বেরুলো একটি বোতলে তরমুজের রস, একটি ঢাকা দেওয়া বাটিতে কাটা ফল, যত্ন করে গোছানো ন্যাপকিন আর চামচ। মেয়েটির চোখে-মুখে একটি নরম ভালোবাসার ছায়া নামে—এত ভেবেচিন্তে এতসব কিছু করেছে ছেলেটি! কেন জানি, তার চোখ ভিজে আসে।
তারপর এ বাদলা দিনে ওই ঝোপের নিচে শুরু হয়ে যায় তাদের পিকনিক। খেতে খেতে কত গল্প। মেয়েটি খাবার তুলে দেয় ছেলেটির মুখে। তার ভারী ভালো লাগে ছেলেটিকে খাইয়ে দিতে। ছেলেটি একসময় মায়াময়ভাবে কাছে টানে মেয়েটিকে। মেয়েটি তার মাথাটি নামিয়ে দেয় ছেলেটির ঘাড়ে। ছেলেটি তার অত্যন্ত প্রিয় মেয়েটির ছোট্ট নরম হাত দুটো তুলে নেয় নিজের হাতে। ‘এমন বিকেল আমি কখনো ভুলে যাব না। বড় সাধ ছিল, তোর সঙ্গে বর্ষায় বেড়াই’—মৃদুস্বরে মেয়েটি বলে। ছেলেটি কিছু বলে না, শুধু মেয়েটিকে টেনে নেয় বুকের মাঝে।
তারপর একসময় কথা থামে তাদের। টুপটুপ করে জল পড়ার শব্দ শোনা যায় ঝোপের পাতায়-পাতায়। বৃষ্টিভেজা দুটি শালিক তাদের পায়ের কাছে হুটোপুটি করে খাদ্যদানার আশায়। ছেলেটি আকাশের দিকে তাকায়। মেয়েটির দৃষ্টি নদীর দিকে। মেয়েটির মনে পড়ে যায়, গত বছর কোনো এক গ্রীষ্মের রাতে তারা দুজনে বেরিয়েছিল নদীর তীরে হাঁটতে। মন খারাপ ছিল দুজনারই। পরের দিন দূরে কোথায় যেন চলে যাওয়ার কথা ছিল তার। শরীরও ভালো ছিল না। তাই বেশি দূর হেঁটে যায়নি ওরা। মেয়েটির মনে পড়ে, ছেলেটি একের পর এক তাকে গান শুনিয়েছিল।
আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ছেলেটির মনে পড়ে কয়েক দিন আগেও এই নদীর তীর ধরে দুজনে হেঁটে গেছে, তারপর বসেছে নদীর মধ্যে পাটাতন দেওয়া মঞ্চটির মধ্যে। সন্ধ্যার বাতি জ্বলেছিল। সে নিয়ে এসেছিল কাছের দোকান থেকে দুই মগ কফি। ঘনায়মান সন্ধ্যা, নদী তীরের বাতি, অন্ধকারে জলের ঢেউয়ের শব্দ—কি যে ভালো লেগেছিল তাদের! তাকিয়ে ছিল সে একদৃষ্টিতে মেয়েটির দিকে। তার শুধু মনে হয়েছিল, এত সুন্দর মানুষও হয়। বহুক্ষণ তারা সেখানে বসে ছিল এক অদ্ভুত আবেশে।
দুজনেই বিভোর হয়ে ছিল দুজনার চিন্তায়। একসময়ে দুজনেই হঠাৎ করে খেয়াল করে, কখন যেন বর্ষা থেমে গেছে। এবার ফেরার পালা। ধীর পায়ে উঠে পড়ে তারা, নরম চোখে তাকায় একে অন্যের দিকে। মৃদু হাসে। হাতে হাত রাখে। কাল মেয়েটি আবার চলে যাবে দূরে। মেয়েটির মনে হয়, ‘আবার কি কখনো আসবে তারা এখানে?’ ছেলেটি ভাবে, ‘এমন সন্ধ্যা আর কি কখনো হবে?’ পা বাড়ায় তারা সামনের দিকে। দূরে কোথায় যেন হালকা শব্দে বাজতে থাকে—
‘একদিন বৃষ্টিতে বিকেলে,
থাকবে না সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়,
ভিজে যাবে চটি, জামা, মাথা।
থাকবে না রাস্তায় গাড়ি-ঘোড়া,
দোকানপাট সব বন্ধ।
শুধু তোমার আমার হৃদয়ের
ভিজে মাটির সোঁদা গন্ধ।’

ড. এম শামসুল আলম একজন জ্বালানি বিশেষজ্ঞ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের অধ্যাপক ও ডিন এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা। তিনি অধ্যাপনা করেছেন রুয়েট ও চুয়েটে। প্রকাশিত হয়েছে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ ও নিবন্ধ।
৮ ঘণ্টা আগে
প্রবাদপ্রতিম বাঙালি রাজনীতিক শেরেবাংলা এ কে ফজলুল হক ঢাকার এক জনসভায় (১১ জুলাই ১৯৫৮) বলেছিলেন, ‘ইলেকশন বড় মজার জিনিস। এ সময় যে যা-ই বলেন তা-ই সত্য।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে আজ এমনই পরিস্থিতি বিরাজ করছে বলে মনে হচ্ছে।
৮ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল সোমেশ্বরী নদীর ওপর একটি টেকসই সেতু নির্মাণ। সেই স্বপ্ন পূরণে ২৭ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে আব্বাসনগর এলাকায় গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২২ সালে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পালে হাওয়া লাগা যাকে বোঝায়, সে রকম কোনো কিছু এখনো সাধারণ জনপরিসরে দেখা যাচ্ছে না। এবারই একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে। কিন্তু মানুষকে এখন পর্যন্ত নির্বাচনমুখী হতে দেখা যাচ্ছে না।
১ দিন আগে