মোহাম্মদ ইউসুফ

চট্টগ্রাম এখনো গ্রাম থেকে শহর হয়ে উঠতে পারেনি। মেয়র আসে মেয়র যায় কিন্তু বন্দর শহর চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার গল্প শুনতে শুনতে নগরবাসী ক্লান্ত।
সিটি করপোরেশন প্রশাসনের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা লেগেই আছে। অপচয় ও অনিয়ম-দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। এ সংস্থার প্রশাসনে নেই চেইন অব কমান্ড। উপযুক্ত কর্মকর্তাদের যথাযথ পদায়ন হয়নি। আছে দক্ষ জনবলের অভাবও।
চট্টগ্রাম সিটিকে ৬টি প্রশাসনিক জোনে ভাগ করা হলেও সুফল নগরবাসী পাচ্ছেন না। সিডিএ, ওয়াসা, বন্দর ও অন্যান্য সরকারিসংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেই চসিকের।
সিভিল প্রকৌশল বিভাগে অনিয়ম-দুর্নীতির বিষয়টি ওপেন-সিক্রেট। টেন্ডার ও যাচাই-বাছাইয়ে অনিয়ম বন্ধ হচ্ছে না। প্রকৌশলীদের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ পুরোনো। রাস্তা নির্মাণ ও উন্নয়নকাজের পরিদর্শন ও তত্ত্বাবধানে ঘাপলা, পরিমাপে অনিয়ম যেন নিয়ম। তদবির ও তোষামোদিতে কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়ার অভিযোগ রয়েছে।
রাজস্ব বিভাগে হোল্ডিং ট্যাক্স দিতে গিয়ে নগরবাসী হয়রানির শিকার হচ্ছেন। কর নির্ধারণে করপোরেশনের নীতিমালার মাঠপর্যায়ে বাস্তবায়ন নেই। মন্ত্রণালয়ের নির্দেশ ও করপোরেশনের প্রচলিত বিধান উপেক্ষা করে এবারও ১ কোটি টাকা অনাদায়ি রেখে বাজার ইজারা দেওয়ার খবর পত্রপত্রিকায় এসেছে।
শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যে শিক্ষা বিভাগকে প্রতিবছর ৩২ কোটি টাকা ভর্তুকি দেয় করপোরেশন। স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে স্কুল-কলজে শিক্ষার মানে উন্নতি কম।
যান্ত্রিক প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না। মেরামত না করেও বিল তোলার অভিযোগ সর্বজনবিদিত। পরিচ্ছন্ন অফিসের বিরুদ্ধে মশকনিধনের ওষুধ ও ব্লিচিং পাউডার কেনা, মজুত ও ব্যবহারে গোঁজামিলের অভিযোগ আছে।
বিদ্যুৎ প্রকৌশল বিভাগেও সরঞ্জাম ক্রয়, মজুত ও ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। চসিকের স্বাস্থ্য বিভাগে জনগণের চেয়ে এখানে বেশি সুযোগ-সুবিধে নিচ্ছেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যেরা। মেডিকেল যন্ত্রপাতি ক্রয়, মজুত ও রক্ষণাবেক্ষণে জবাবদিহি নেই। টিকাদান কার্যক্রমে বাড়ি বাড়ি সার্চিং কার্যক্রম হতাশাজনক। তবে দুই নির্বাচিত মেয়রের অন্তর্বর্তীকালীন সময়ে মাত্র ছয় মাসের জন্য এসে চমক দেখিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। ৯০ দিনে গুনে গুনে দেখিয়ে গেছেন নগরপিতার কী করা দরকার।
লেখক: প্রধান-সম্পাদক, চাটগাঁর বাণী ও চাটগাঁরবাণীডটকম

চট্টগ্রাম এখনো গ্রাম থেকে শহর হয়ে উঠতে পারেনি। মেয়র আসে মেয়র যায় কিন্তু বন্দর শহর চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার গল্প শুনতে শুনতে নগরবাসী ক্লান্ত।
সিটি করপোরেশন প্রশাসনের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা লেগেই আছে। অপচয় ও অনিয়ম-দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। এ সংস্থার প্রশাসনে নেই চেইন অব কমান্ড। উপযুক্ত কর্মকর্তাদের যথাযথ পদায়ন হয়নি। আছে দক্ষ জনবলের অভাবও।
চট্টগ্রাম সিটিকে ৬টি প্রশাসনিক জোনে ভাগ করা হলেও সুফল নগরবাসী পাচ্ছেন না। সিডিএ, ওয়াসা, বন্দর ও অন্যান্য সরকারিসংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেই চসিকের।
সিভিল প্রকৌশল বিভাগে অনিয়ম-দুর্নীতির বিষয়টি ওপেন-সিক্রেট। টেন্ডার ও যাচাই-বাছাইয়ে অনিয়ম বন্ধ হচ্ছে না। প্রকৌশলীদের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ পুরোনো। রাস্তা নির্মাণ ও উন্নয়নকাজের পরিদর্শন ও তত্ত্বাবধানে ঘাপলা, পরিমাপে অনিয়ম যেন নিয়ম। তদবির ও তোষামোদিতে কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়ার অভিযোগ রয়েছে।
রাজস্ব বিভাগে হোল্ডিং ট্যাক্স দিতে গিয়ে নগরবাসী হয়রানির শিকার হচ্ছেন। কর নির্ধারণে করপোরেশনের নীতিমালার মাঠপর্যায়ে বাস্তবায়ন নেই। মন্ত্রণালয়ের নির্দেশ ও করপোরেশনের প্রচলিত বিধান উপেক্ষা করে এবারও ১ কোটি টাকা অনাদায়ি রেখে বাজার ইজারা দেওয়ার খবর পত্রপত্রিকায় এসেছে।
শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যে শিক্ষা বিভাগকে প্রতিবছর ৩২ কোটি টাকা ভর্তুকি দেয় করপোরেশন। স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে স্কুল-কলজে শিক্ষার মানে উন্নতি কম।
যান্ত্রিক প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না। মেরামত না করেও বিল তোলার অভিযোগ সর্বজনবিদিত। পরিচ্ছন্ন অফিসের বিরুদ্ধে মশকনিধনের ওষুধ ও ব্লিচিং পাউডার কেনা, মজুত ও ব্যবহারে গোঁজামিলের অভিযোগ আছে।
বিদ্যুৎ প্রকৌশল বিভাগেও সরঞ্জাম ক্রয়, মজুত ও ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। চসিকের স্বাস্থ্য বিভাগে জনগণের চেয়ে এখানে বেশি সুযোগ-সুবিধে নিচ্ছেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যেরা। মেডিকেল যন্ত্রপাতি ক্রয়, মজুত ও রক্ষণাবেক্ষণে জবাবদিহি নেই। টিকাদান কার্যক্রমে বাড়ি বাড়ি সার্চিং কার্যক্রম হতাশাজনক। তবে দুই নির্বাচিত মেয়রের অন্তর্বর্তীকালীন সময়ে মাত্র ছয় মাসের জন্য এসে চমক দেখিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। ৯০ দিনে গুনে গুনে দেখিয়ে গেছেন নগরপিতার কী করা দরকার।
লেখক: প্রধান-সম্পাদক, চাটগাঁর বাণী ও চাটগাঁরবাণীডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পালে হাওয়া লাগা যাকে বোঝায়, সে রকম কোনো কিছু এখনো সাধারণ জনপরিসরে দেখা যাচ্ছে না। এবারই একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে। কিন্তু মানুষকে এখন পর্যন্ত নির্বাচনমুখী হতে দেখা যাচ্ছে না।
১৩ ঘণ্টা আগে
বর্তমান সময়ে চাকরি হলো সোনার হরিণ। যে হরিণের পেছনে ছুটছে হাজার হাজার তরুণ-তরুণী। যেকোনো ধরনের চাকরি পেতে কারও প্রচেষ্টার যেন কোনো কমতি নেই। বিশেষ করে আমাদের দেশে সরকারি চাকরির বাজারে এখন প্রতিযোগিতার অভাব নেই।
১৩ ঘণ্টা আগে
সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে গণতন্ত্রপ্রত্যাশী জনগণের কাছে এই নির্বাচনটি নিঃসন্দেহে অত্যন্ত কাঙ্ক্ষিত। কারণ, এক যুগের বেশি সময় ধরে দেশে যে নির্বাচনী বাস্তবতা গড়ে উঠেছিল, তা ছিল প্রশ্নবিদ্ধ, অংশগ্রহণহীন এবং বিতর্কে ভরপুর।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে দ্রুত। দেশের নাগরিকেরা যেমন অধীর আগ্রহে দিনটির অপেক্ষা করছেন, তেমনি করছেন প্রবাসীরাও। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনে আগামী নির্বাচনের জন্য মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে