নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাউকে হাতে-পায়ে ধরে, দাওয়াত করে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়, সরকারি দলেরও নয়। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কাউকে ভোটে আনার দায়িত্ব সরকারি দলের নয়। এটা নির্বাচন কমিশনের।’
তথ্যমন্ত্রী জানান, সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা—এটি সরকারি দলের দায়িত্ব নয়। একটি পক্ষ নির্বাচন কমিশন, সরকারি দলও একটি পক্ষ, সব বিরোধী দলও আরেকটি পক্ষ। সেখানে নির্বাচনে আনা-না আনা, নির্বাচনে কেউ আসবে কি আসবে না, সে দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন।
তথ্যমন্ত্রী বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের হাতে ক্ষমতা থাকে না। তখন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে এবং সব দল অংশ নেবে।
সংসদকে প্রতিহত করার জন্য, সংসদকে অবজ্ঞা করার জন্য আজকে সংসদীয় গণতন্ত্র যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে না পারে, সে জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি রাজপথে বিরোধী দল, আজকে নানা ষড়যন্ত্র করছে।
হাছান মাহমুদ জানান, ২০১৪ সালের ভোট বানচালের জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েক ডজন মানুষকে হত্যা করেছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদের যাত্রা অব্যাহত থেকেছে। গণতন্ত্রের পথ চলা অব্যাহত রয়েছে।
হাছান মাহমুদ জানান, আজকেও সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। কদিন আগে বিএনপির সংসদ সদস্যরা সংসদে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, এটি সংসদের পথ চলাকে বাধাগ্রস্ত করার জন্য।
আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের পথ চলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় যাত্রা নিরবচ্ছিন্ন রাখার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।’

কাউকে হাতে-পায়ে ধরে, দাওয়াত করে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়, সরকারি দলেরও নয়। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কাউকে ভোটে আনার দায়িত্ব সরকারি দলের নয়। এটা নির্বাচন কমিশনের।’
তথ্যমন্ত্রী জানান, সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা—এটি সরকারি দলের দায়িত্ব নয়। একটি পক্ষ নির্বাচন কমিশন, সরকারি দলও একটি পক্ষ, সব বিরোধী দলও আরেকটি পক্ষ। সেখানে নির্বাচনে আনা-না আনা, নির্বাচনে কেউ আসবে কি আসবে না, সে দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন।
তথ্যমন্ত্রী বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের হাতে ক্ষমতা থাকে না। তখন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে এবং সব দল অংশ নেবে।
সংসদকে প্রতিহত করার জন্য, সংসদকে অবজ্ঞা করার জন্য আজকে সংসদীয় গণতন্ত্র যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে না পারে, সে জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি রাজপথে বিরোধী দল, আজকে নানা ষড়যন্ত্র করছে।
হাছান মাহমুদ জানান, ২০১৪ সালের ভোট বানচালের জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েক ডজন মানুষকে হত্যা করেছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদের যাত্রা অব্যাহত থেকেছে। গণতন্ত্রের পথ চলা অব্যাহত রয়েছে।
হাছান মাহমুদ জানান, আজকেও সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। কদিন আগে বিএনপির সংসদ সদস্যরা সংসদে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, এটি সংসদের পথ চলাকে বাধাগ্রস্ত করার জন্য।
আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের পথ চলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় যাত্রা নিরবচ্ছিন্ন রাখার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।’

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
১০ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
১ ঘণ্টা আগে
মুন অ্যালার্টের আওতায় কোনো শিশু নিখোঁজ বা অপহৃত হওয়ার যুক্তিসংগত আশঙ্কা দেখা দিলে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে CID জরুরি সতর্কবার্তা জারি করা হবে।
১ ঘণ্টা আগে