নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) ও কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির বিজিপি ও সেনাবাহিনীর ৩৩০ জন সদস্য আজ বৃহস্পতিবার নিজ দেশে ফেরত যাবেন। সকালে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর একটি জাহাজে করে তাঁদের নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। ওই ৩৩০ জন ১১ দিন ধরে বাংলাদেশে আশ্রিত।
বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী মিয়ানমার এলাকায় গোলাগুলি কমলেও আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। বাংলাদেশের সীমান্ত এলাকার স্থানীয় লোকজনের আশঙ্কা, লড়াইয়ের ময়দানে পিছু হটা মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী যেকোনো সময় হারানো এলাকা ফিরে পেতে বিদ্রোহীদের ওপর আক্রমণ শুরু করতে পারে। এই আতঙ্কের মধ্যেই আজ সীমান্তবর্তী এলাকার এসএসসি পরীক্ষার্থীরা বসছে পরীক্ষায়।
আজ ফিরছেন মিয়ানমারের ৩৩০ সেনা
একাধিক বিশ্বস্ত সূত্র বলেছে, সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চৌকি দখল নিয়ে তুমুল সংঘর্ষে ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় ৩৩০ জন বিজিপি ও মিয়ানমারের সেনাসদস্য বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের তমব্রু, ঘুমধুম ও হোয়াইক্যংয়ে আশ্রয় দেওয়া হয়।
ওই ৩৩০ জনের মধ্যে আহত সদস্য রয়েছেন ৯ জন। তাঁদের পাঁচজন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
সূত্র জানায়, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে চিঠি চালাচালির পর বৃহস্পতিবার সকালে ওই ৩৩০ জনকে ফেরত পাঠানোর পরিকল্পনা হয়। তাঁদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানি ঘাট দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সে দেশের নৌবাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, সকাল ৮টা বা সাড়ে ৮টায় ওই ৩৩০ জন ইনানি ঘাট ছেড়ে মিয়ানমারের উদ্দেশে রওনা হবেন। বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবু এপারে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্যসংখ্যা বৃদ্ধিসহ টহল বাড়ানো হয়েছে।
আতঙ্কের মধ্যেই পরীক্ষা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রে এবার ৫০২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ভেতরে গোলাগুলি এবং এপারে গুলি ও গোলা এসে পড়ার ঘটনায় কেন্দ্রটি পাঁচ কিলোমিটার দূরে স্থানান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত ১২ ফেব্রুয়ারির এক আদেশে ঘুমধুম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। বিদ্যালয় দুটি হলো ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেখানে ৫০২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির বিজিপি ও সেনাবাহিনীর ৩৩০ জন সদস্য আজ বৃহস্পতিবার নিজ দেশে ফেরত যাবেন। সকালে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর একটি জাহাজে করে তাঁদের নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। ওই ৩৩০ জন ১১ দিন ধরে বাংলাদেশে আশ্রিত।
বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী মিয়ানমার এলাকায় গোলাগুলি কমলেও আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। বাংলাদেশের সীমান্ত এলাকার স্থানীয় লোকজনের আশঙ্কা, লড়াইয়ের ময়দানে পিছু হটা মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী যেকোনো সময় হারানো এলাকা ফিরে পেতে বিদ্রোহীদের ওপর আক্রমণ শুরু করতে পারে। এই আতঙ্কের মধ্যেই আজ সীমান্তবর্তী এলাকার এসএসসি পরীক্ষার্থীরা বসছে পরীক্ষায়।
আজ ফিরছেন মিয়ানমারের ৩৩০ সেনা
একাধিক বিশ্বস্ত সূত্র বলেছে, সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চৌকি দখল নিয়ে তুমুল সংঘর্ষে ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় ৩৩০ জন বিজিপি ও মিয়ানমারের সেনাসদস্য বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের তমব্রু, ঘুমধুম ও হোয়াইক্যংয়ে আশ্রয় দেওয়া হয়।
ওই ৩৩০ জনের মধ্যে আহত সদস্য রয়েছেন ৯ জন। তাঁদের পাঁচজন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
সূত্র জানায়, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে চিঠি চালাচালির পর বৃহস্পতিবার সকালে ওই ৩৩০ জনকে ফেরত পাঠানোর পরিকল্পনা হয়। তাঁদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানি ঘাট দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সে দেশের নৌবাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, সকাল ৮টা বা সাড়ে ৮টায় ওই ৩৩০ জন ইনানি ঘাট ছেড়ে মিয়ানমারের উদ্দেশে রওনা হবেন। বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবু এপারে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্যসংখ্যা বৃদ্ধিসহ টহল বাড়ানো হয়েছে।
আতঙ্কের মধ্যেই পরীক্ষা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রে এবার ৫০২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ভেতরে গোলাগুলি এবং এপারে গুলি ও গোলা এসে পড়ার ঘটনায় কেন্দ্রটি পাঁচ কিলোমিটার দূরে স্থানান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত ১২ ফেব্রুয়ারির এক আদেশে ঘুমধুম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। বিদ্যালয় দুটি হলো ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেখানে ৫০২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৪ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে