কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো দেশই একেবারে নিখুঁত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে পিটার ডি হাসের বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হলো লাল, সাদা ও নীল রঙের একটি দিন। একটি গৌরবের দিন, একটি দেশপ্রেমের দিন। একটি দিন আমরা স্মরণ করি যা একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের জন্ম হয়েছিল। একটি দিন, যখন আমরা সম্মান জানাই আমাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে আমাদের পূর্বপুরুষদের করা আত্মত্যাগের প্রতি।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর, বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপনের সময়টিতে, আমরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া আরেকটি দেশের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই এমন একটি দেশকে যেটি অনেক প্রতিকূলতা জয় করে এসেছে। এবং ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য কী বয়ে আনবে, এবং বাংলাদেশ ভবিষ্যতের জন্য কি নিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা অধীরভাবে অপেক্ষা করছি।’
পিটার ডি হাস বলেন, ‘আমাদের দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয়। আমেরিকার প্রতিষ্ঠাতারা আরও নিখুঁত একটি ঐক্য গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা আমেরিকানরা এই চ্যালেঞ্জটাকে গুরুত্বের সঙ্গে নেই, যখন আমাদের গণতন্ত্রের দুর্বলতাগুলোকে মোকাবিলা করি।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকায় স্বাধীনতা দিবস একটি উৎসবমুখর দিন। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর দিন। বারবিকিউ, প্যারেড ও আতশবাজির দিন। এ কারণে এ বছর, আমরা স্বাধীনতা দিবসের দিনটি অনেকটা সেভাবে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছি, যেভাবে নিজ দেশে পালন করতাম-জিনস, স্লাইডার ও হটডগ, ডিপ-ফ্রায়েড ওরিওস, খেলাধুলা, আর গানবাজনার মধ্য দিয়ে। এবং অবশ্যই আপনাদের সবার সঙ্গে।’

যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো দেশই একেবারে নিখুঁত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে পিটার ডি হাসের বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হলো লাল, সাদা ও নীল রঙের একটি দিন। একটি গৌরবের দিন, একটি দেশপ্রেমের দিন। একটি দিন আমরা স্মরণ করি যা একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের জন্ম হয়েছিল। একটি দিন, যখন আমরা সম্মান জানাই আমাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে আমাদের পূর্বপুরুষদের করা আত্মত্যাগের প্রতি।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর, বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপনের সময়টিতে, আমরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া আরেকটি দেশের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই এমন একটি দেশকে যেটি অনেক প্রতিকূলতা জয় করে এসেছে। এবং ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য কী বয়ে আনবে, এবং বাংলাদেশ ভবিষ্যতের জন্য কি নিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা অধীরভাবে অপেক্ষা করছি।’
পিটার ডি হাস বলেন, ‘আমাদের দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয়। আমেরিকার প্রতিষ্ঠাতারা আরও নিখুঁত একটি ঐক্য গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা আমেরিকানরা এই চ্যালেঞ্জটাকে গুরুত্বের সঙ্গে নেই, যখন আমাদের গণতন্ত্রের দুর্বলতাগুলোকে মোকাবিলা করি।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকায় স্বাধীনতা দিবস একটি উৎসবমুখর দিন। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর দিন। বারবিকিউ, প্যারেড ও আতশবাজির দিন। এ কারণে এ বছর, আমরা স্বাধীনতা দিবসের দিনটি অনেকটা সেভাবে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছি, যেভাবে নিজ দেশে পালন করতাম-জিনস, স্লাইডার ও হটডগ, ডিপ-ফ্রায়েড ওরিওস, খেলাধুলা, আর গানবাজনার মধ্য দিয়ে। এবং অবশ্যই আপনাদের সবার সঙ্গে।’

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে