Ajker Patrika

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানি বৈধ, হাইকোর্টের রায়ের পর বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানি বৈধ, হাইকোর্টের রায়ের পর বিক্ষোভ
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার উদ্যোগকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। বামপন্থী দলগুলোর এই দুই জোট বলছে, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা কেন দিতে হবে, অন্তর্বর্তী সরকার তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলা হয়।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সম্পর্কিত চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল আজ খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির বাধা কাটল।

এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। বন্দরের আশপাশে নৌবাহিনীর ঘাঁটি, তেল শোধনাগার ও বিমানবন্দর থাকায় এই টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে গেলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল একটি লাভজনক প্রতিষ্ঠান। এই টার্মিনালের মাধ্যমেই দেশের সর্বাধিক কন্টেইনার হ্যান্ডলিং হয়। প্রয়োজনের তুলনায় এখানে পর্যাপ্ত গ্যান্ট্রি ক্রেন রয়েছে। নিজেদের অর্থায়নেই এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং প্রতিবছর এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হচ্ছে। তারপরও কেন এটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দিতে হবে—সরকার তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি রয়েছে জানিয়ে সমাবেশে নেতারা বলেন, এই কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সেখানে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর, রিফুয়েলিং ও মেরামতের সুযোগ তৈরি হবে। এতে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা নজরদারি এই অঞ্চলে প্রতিষ্ঠিত হতে পারে।

জোটের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিগত সরকার ভারতের স্বার্থে দেশ পরিচালনা করলেও বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে গম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। এরই মধ্যে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল ডেনমার্ক ও সুইজারল্যান্ডের কোম্পানির কাছে গোপনে ইজারা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক দিন আগে নিউমুরিং টার্মিনাল ইজারা ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ দেশকে ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে ঠেলে দেবে।

এ সময় সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসম্মুখে প্রকাশ, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা ডা. জয়দ্বীপ ভট্টাচার্য প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

ইরানে মার্কিন হামলার ৭ সম্ভাব্য পরিণতি

স্কুলছাত্রকে হত্যা: ফেনীতে ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

তেহরান পুড়লে জ্বলবে রিয়াদও, ইরানের অস্তিত্বের লড়াই যেভাবে মধ্যপ্রাচ্যের ভাগ্যনিয়ন্তা

আজকের রাশিফল: যা ছোঁবেন সেটাই সোনা হবে, তবে অন্যের জিনিসে হাত দেবেন না

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত