নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আসছে বাজেটে কৃষি খাতে গবেষণায় আরও বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষি গবেষকেরা। তাদের যুক্তি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের কৃষির ওপর বড় রকম প্রভাব ফেলতে শুরু করেছে। এ বছর দীর্ঘ সময় ধরে সারা দেশে যে তীব্র তাপ দাহ চলেছে তা আমাদের কৃষির জন্য সতর্ক বার্তা। কৃষি বিপ্লব ঘটাতে জলবায়ু পরিবর্তনের এই প্রভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। কৃষি বাজেট ২০২১–২২ উপলক্ষে আয়োজিত সংলাপে কৃষি গবেষকেরা এ সব কথা বলেন।
বাংলাদেশ এগ্রিকালচারাল টিচার্স সোসাইটি আয়োজিত সংলাপে মূল প্রবন্ধ তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ শরমিন্দ নিলোর্মী। এতে প্রধান অতিথি হিসেবে কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। তিনি বলেন, বাংলাদেশে গত দুই বছর ধারাবাহিকভাবে বোরো ধান উৎপাদনে যে রেকর্ড হয়েছে তার পেছনে কাজ করেছে উন্নত মানের বীজ আর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। গেল বছর আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ ছিলো ২২৫ কোটি টাকা। মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার–এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করছে। আগামীতে এই বিপ্লব ধরে রাখতে হলে সময়োপযোগী নতুন নতুন কৃষিজাত উদ্ভাবন করতে হবে। গবেষণার মাধ্যমেই তা সম্ভব। দেশেই কৃষির উন্নত জাত ও যন্ত্রপাতি আবিষ্কারের কৌশল রপ্ত করতে হবে।
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক জানান, ৬০ এর দশক থেকে বাংলাদেশের কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। কৃষিকে এখন লাভজনকে পরিণত করতে হবে। এ জন্য কৃষি গবেষণা বাড়ানোর বিকল্প নেই। সঙ্গে সঙ্গে আমাদের দেশে ব্যাপকসংখ্যক কৃষি উদ্যোক্তাও তৈরি করতে হবে। উৎপাদন খরচ কমানো গেলে বাণিজ্যিকভাবে কৃষিকে লাভজনকে পরিণত করা সহজ হবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষি গবেষক সদরুল আমিনও মনে করেন শ্রম শক্তি দিয়ে কৃষিকে লাভজনক করা যাবে না। দরকার আধুনিক বীজ আবিষ্কার ও যন্ত্রপাতির অধিক ব্যবহার।
প্রাইম ব্যাংকের কৃষি সহায়তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আসাদ বিন রশিদ বলেন, বিশ্বজুড়ে কৃষিবিমা জনপ্রিয় হয়ে উঠেছে। অথচ বাংলাদেশে শস্য বিমা চালুর দাবি উপেক্ষিত। দেশে কৃষি বিমা না থাকায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের বাঁচানো না গেল কৃষি লাভজনকের বিষয়টি কাগজে–কলমেই থেকে যাবে বলে মনে করেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক হাবিবুর রহমান বলেন, কৃষিতে বিপ্লব ঘটাতে হলে কৃষকদেরকে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দিতে হবে। বীজের মূল্য কৃষকদের সাধ্যের মধ্যে রাখতে হবে।

ঢাকা: আসছে বাজেটে কৃষি খাতে গবেষণায় আরও বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষি গবেষকেরা। তাদের যুক্তি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের কৃষির ওপর বড় রকম প্রভাব ফেলতে শুরু করেছে। এ বছর দীর্ঘ সময় ধরে সারা দেশে যে তীব্র তাপ দাহ চলেছে তা আমাদের কৃষির জন্য সতর্ক বার্তা। কৃষি বিপ্লব ঘটাতে জলবায়ু পরিবর্তনের এই প্রভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। কৃষি বাজেট ২০২১–২২ উপলক্ষে আয়োজিত সংলাপে কৃষি গবেষকেরা এ সব কথা বলেন।
বাংলাদেশ এগ্রিকালচারাল টিচার্স সোসাইটি আয়োজিত সংলাপে মূল প্রবন্ধ তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ শরমিন্দ নিলোর্মী। এতে প্রধান অতিথি হিসেবে কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। তিনি বলেন, বাংলাদেশে গত দুই বছর ধারাবাহিকভাবে বোরো ধান উৎপাদনে যে রেকর্ড হয়েছে তার পেছনে কাজ করেছে উন্নত মানের বীজ আর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। গেল বছর আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ ছিলো ২২৫ কোটি টাকা। মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার–এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করছে। আগামীতে এই বিপ্লব ধরে রাখতে হলে সময়োপযোগী নতুন নতুন কৃষিজাত উদ্ভাবন করতে হবে। গবেষণার মাধ্যমেই তা সম্ভব। দেশেই কৃষির উন্নত জাত ও যন্ত্রপাতি আবিষ্কারের কৌশল রপ্ত করতে হবে।
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক জানান, ৬০ এর দশক থেকে বাংলাদেশের কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। কৃষিকে এখন লাভজনকে পরিণত করতে হবে। এ জন্য কৃষি গবেষণা বাড়ানোর বিকল্প নেই। সঙ্গে সঙ্গে আমাদের দেশে ব্যাপকসংখ্যক কৃষি উদ্যোক্তাও তৈরি করতে হবে। উৎপাদন খরচ কমানো গেলে বাণিজ্যিকভাবে কৃষিকে লাভজনকে পরিণত করা সহজ হবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষি গবেষক সদরুল আমিনও মনে করেন শ্রম শক্তি দিয়ে কৃষিকে লাভজনক করা যাবে না। দরকার আধুনিক বীজ আবিষ্কার ও যন্ত্রপাতির অধিক ব্যবহার।
প্রাইম ব্যাংকের কৃষি সহায়তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আসাদ বিন রশিদ বলেন, বিশ্বজুড়ে কৃষিবিমা জনপ্রিয় হয়ে উঠেছে। অথচ বাংলাদেশে শস্য বিমা চালুর দাবি উপেক্ষিত। দেশে কৃষি বিমা না থাকায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের বাঁচানো না গেল কৃষি লাভজনকের বিষয়টি কাগজে–কলমেই থেকে যাবে বলে মনে করেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক হাবিবুর রহমান বলেন, কৃষিতে বিপ্লব ঘটাতে হলে কৃষকদেরকে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দিতে হবে। বীজের মূল্য কৃষকদের সাধ্যের মধ্যে রাখতে হবে।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৩ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৫ ঘণ্টা আগে