কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকার আতঙ্কিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক গবেষণা সম্মেলনের পর আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে সংশয়ের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
আমেরিকা যাদের ওপর চাপ দিতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আশঙ্কার কোনো কারণ নেই। আমেরিকা যাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। মনে আছে নরেন্দ্র মোদির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। বড় লোকেরা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে। আরেকদিকে চলে যায়। তাই নিষেধাজ্ঞা নিয়ে আমরা মোটেই আতঙ্কিত নই।’
আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘খুব ভালো’ বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্পর্ক ভালো বলেই তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো।’
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জারি করা ভ্রমণ সতর্কতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রমণ সতর্কতা দেওয়া হয় দায়দায়িত্ব এড়ানোর জন্য। সতর্কতা জারির পর যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় পণ্যের আঞ্চলিক ও বৈশ্বিক রপ্তানি বাজার বহুমুখী করতে বাংলাদেশের বৈদেশিক মিশনের ভূমিকার ওপর জোর দেন।
বিআইআইএসএস চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আব্দুল মুবীন, বিআইআইএসএস গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং গবেষক ড. সুফিয়া খানম, ড. রাজিয়া সুলতানা, মৌটুসি ইসলাম, নাহিয়ান সাজিদ খান, এম আশিক রহমান, নাহিয়ান রেজা সাব্রিয়েট, আয়শা বিনতে তৌহিদ ও মো. রাফিদ আবরার মিয়া প্রমুখ।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকার আতঙ্কিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক গবেষণা সম্মেলনের পর আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে সংশয়ের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
আমেরিকা যাদের ওপর চাপ দিতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আশঙ্কার কোনো কারণ নেই। আমেরিকা যাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। মনে আছে নরেন্দ্র মোদির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। বড় লোকেরা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে। আরেকদিকে চলে যায়। তাই নিষেধাজ্ঞা নিয়ে আমরা মোটেই আতঙ্কিত নই।’
আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘খুব ভালো’ বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্পর্ক ভালো বলেই তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো।’
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জারি করা ভ্রমণ সতর্কতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রমণ সতর্কতা দেওয়া হয় দায়দায়িত্ব এড়ানোর জন্য। সতর্কতা জারির পর যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় পণ্যের আঞ্চলিক ও বৈশ্বিক রপ্তানি বাজার বহুমুখী করতে বাংলাদেশের বৈদেশিক মিশনের ভূমিকার ওপর জোর দেন।
বিআইআইএসএস চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আব্দুল মুবীন, বিআইআইএসএস গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং গবেষক ড. সুফিয়া খানম, ড. রাজিয়া সুলতানা, মৌটুসি ইসলাম, নাহিয়ান সাজিদ খান, এম আশিক রহমান, নাহিয়ান রেজা সাব্রিয়েট, আয়শা বিনতে তৌহিদ ও মো. রাফিদ আবরার মিয়া প্রমুখ।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৭ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে