আজকের পত্রিকা ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে ছোটখাটো একটি উত্তেজনা দেখা দিয়েছে। এজন্য আজ রোববার সকালে বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্বাসন সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে একই অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বিজিবিকে সীমান্ত পাহারায় নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে ফরহাদ মজহারের কথার রেশ ধরে বলেন, ‘ফরহাদ মজহার বলেছেন, দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা বিজিবির কাজ নয়, বিজিবির কাজ সীমান্তে, এখন যে ছোটখাটো উত্তেজনা চলছে, তা প্রতিহত করা। ওনার (ফরহাদ মজহার) প্রশ্নের উত্তরে আমি বলছি, আজকে সকালে কিন্তু বিজেবির মহাপরিচালককে তাঁর সৈন্য সীমান্তের দিকে মুভ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
একই বিষয় নিয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তে ছোটখাটো উত্তেজনা রয়েছে, তাই বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবি কখনো পিঠ দেখাবে না, বুক দেখাবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পুনরায় জানতে চাওয়া হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিয়ে সীমান্তের নিরাপত্তা বাড়ানোয় সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে কিনা? এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজিবি সব ধরনের কাজই করবে।’
তিনি বলেন, ‘ভারতের জনগণ অভ্যন্তরীণ যেভাবে প্রশেসন (বিক্ষোভ) করেছে, তার প্রশেসনের জবাব দেবে বাংলাদেশের জনগণ। তবে বিএসএফ যদি কোনো প্রশেসন করে তার জবাব বিজিবি দেবে। সেই নির্দেশনা দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি ও নেওয়া রয়েছে।’
পরে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে বড় ধরনের কোনো উত্তেজনা নাই। সীমান্তের সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে তারা সব সময় প্রস্তুত থাকবে।’
দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নাগরিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছে এমন উদ্বেগ জানিয়েছে। তাঁদের নিরাপত্তার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাঁদের নিরাপত্তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সেটা ব্যায় করবে সরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব, যা রাষ্ট্র পালন করছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে সরকার ১০ লাখ টাকা দিয়েছে।
ফরহাদ মজহার বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাঁকে দিল্লিতে জায়গা দিয়েছে।’ কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেওয়ার আহ্বান তিনি।
ফরহাদ মজহার বলেন, ‘জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগষ্ট শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে, তাতে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিৎ বলেও মত দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে ছোটখাটো একটি উত্তেজনা দেখা দিয়েছে। এজন্য আজ রোববার সকালে বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্বাসন সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে একই অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বিজিবিকে সীমান্ত পাহারায় নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে ফরহাদ মজহারের কথার রেশ ধরে বলেন, ‘ফরহাদ মজহার বলেছেন, দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা বিজিবির কাজ নয়, বিজিবির কাজ সীমান্তে, এখন যে ছোটখাটো উত্তেজনা চলছে, তা প্রতিহত করা। ওনার (ফরহাদ মজহার) প্রশ্নের উত্তরে আমি বলছি, আজকে সকালে কিন্তু বিজেবির মহাপরিচালককে তাঁর সৈন্য সীমান্তের দিকে মুভ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
একই বিষয় নিয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তে ছোটখাটো উত্তেজনা রয়েছে, তাই বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবি কখনো পিঠ দেখাবে না, বুক দেখাবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পুনরায় জানতে চাওয়া হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিয়ে সীমান্তের নিরাপত্তা বাড়ানোয় সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে কিনা? এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজিবি সব ধরনের কাজই করবে।’
তিনি বলেন, ‘ভারতের জনগণ অভ্যন্তরীণ যেভাবে প্রশেসন (বিক্ষোভ) করেছে, তার প্রশেসনের জবাব দেবে বাংলাদেশের জনগণ। তবে বিএসএফ যদি কোনো প্রশেসন করে তার জবাব বিজিবি দেবে। সেই নির্দেশনা দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি ও নেওয়া রয়েছে।’
পরে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে বড় ধরনের কোনো উত্তেজনা নাই। সীমান্তের সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে তারা সব সময় প্রস্তুত থাকবে।’
দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নাগরিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছে এমন উদ্বেগ জানিয়েছে। তাঁদের নিরাপত্তার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাঁদের নিরাপত্তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সেটা ব্যায় করবে সরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব, যা রাষ্ট্র পালন করছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে সরকার ১০ লাখ টাকা দিয়েছে।
ফরহাদ মজহার বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাঁকে দিল্লিতে জায়গা দিয়েছে।’ কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেওয়ার আহ্বান তিনি।
ফরহাদ মজহার বলেন, ‘জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগষ্ট শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে, তাতে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিৎ বলেও মত দেন তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৪ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৭ ঘণ্টা আগে