Ajker Patrika

ধর্ষণের দায়ে দণ্ডিত শিক্ষকের জামিনে প্রগতিশীল নারী সংগঠনদের উদ্বেগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৫: ৩৯
ধর্ষণের দায়ে দণ্ডিত শিক্ষকের জামিনে প্রগতিশীল নারী সংগঠনদের উদ্বেগ 

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে দণ্ডিত শিক্ষক আব্দুর রহিমের জামিন হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে প্রগতিশীল কয়েকটি নারী সংগঠন। আজ মঙ্গলবার নারী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে।

যৌথ বিবৃতি স্বাক্ষর দেওয়া সংগঠন ও নেত্রীরা হলেন সিপিবি নারী সেলের কেন্দ্রীয় নেতা লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি শম্পা বসু, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, বিপ্লবী নারী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনা আক্তার, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত এবং হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে। এসবের মধ্য অনেক ঘটনা ধামাচাপা পড়ে। তবে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে। 

গণরোষের মুখে প্রশাসন ধর্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। ধর্ষণের দায়ে ২০২২ সালের নভেম্বর মাসে নিম্ন আদালতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এ রায় উচ্চ আদালতের প্রতি পার্বত্যবাসীর মনে আস্থা ফিরিয়ে আনে। কিছুটা হলেও ন্যায়বিচার হয়েছে ধরে নিয়ে তারা স্বস্তি বোধ করে।

কিন্তু চলতি মাসে ধর্ষক আব্দুর রহিম মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে ধর্ষণের শিকার মেয়েকে বিয়ে করা এবং এক একর জমি লিখে দেওয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন পান। এই জামিন দেওয়ার মাধ্যমে একদিকে উচ্চ আদালতকে বিতর্কিত করা হয়েছে। অন্যদিকে আক্রান্ত নারীর প্রতি চরম অবিচার, তাকে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। 

নেত্রীবৃন্দ অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমকে জালিয়াতি ও ভুয়া কাগজপত্র দেখিয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অপরাধে গ্রেপ্তার এবং জালিয়াতি আইনে বিচার ও সাজা প্রদানসহ পূর্বের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত